সুইডেনে ইসলামবিদ্বেষী বিক্ষোভের পরিকল্পনা; আঙ্কারায় সুইডিশ রাষ্ট্রদূত তলব

একজন কুখ্যাত ড্যানিশ-সুইডিশ উগ্র রাজনীতিবিদ স্টকহোমে সপ্তাহান্তে একটি ইসলামবিদ্বেষী বিক্ষোভ মিছিল বের করার যে ঘোষণা দিয়েছে তার প্রতিবাদে আঙ্কারায় নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক সরকার।

রাসমুস পালুদান নামের ওই রাজনীতিবিদ স্টকহোমস্থ তুর্কি দূতাবাসের সামনে আজ (শনিবার) বিক্ষোভ মিছিল করার জন্য সুইডিশ সরকারের অনুমতি পেয়েছে। গত বছর পালুদিনের ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড সুইডেনজুড়ে দাঙ্গা সৃষ্টি করেছিল।

উগ্র ডানপন্থি এই কুখ্যাত রাজনৈতিক নেতা ডেনমার্কের সর্বশেষ পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। কিন্তু তার দল মাত্র ১.৮% ভোট লাভ করে এবং পার্লামেন্টে কোনো আসন লাভ করতে ব্যর্থ হয়। ২০২০ সালে বর্ণবাদী তৎপরতার অভিযোগে তাকে জেল খাটতে হয়েছে।


পালুদান গত বছর স্টকহোম কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কুরআনের কপিতে আগুন দেয়। এরপর সে আরেকবার একই কাজ করতে গেলে মুসলমানদের প্রতিবাদের মুখে এই ন্যক্কারজনক কাজ থেকে বিরত থাকে সে।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল (শুক্রবার) সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করে তাকে জানিয়ে দেন, পালুদানের ঘৃণা উদ্রেককারী এই উস্কানিমূলক তৎপরতার তীব্র নিন্দা জানাচ্ছে আঙ্কারা। তারা আরো বলেন, কথিত ‘গণতান্ত্রিক অধিকারের’ অজুহাতে সুইডিশ সরকার পালুদানকে যে জঘন্য বিক্ষোভ দেখানোর অনুমতি দিয়েছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অবিলম্বে ওই অনুমতি বাতিল করার জন্য স্টকহোমের প্রতি আহ্বান জানিয়েছেন।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে

news