জেলেনস্কিকে জানে মারবেন না বলে ইসরায়েলকে প্রতিশ্রুতি পুতিনের

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফটালি বেনেট দেশটির গণমাধ্যমের কাছে এ কথা জানিয়েছেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের শুরুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন বেনেট। এসময় তিনি জেলেনস্কির অনুরোধে মস্কো সফরে গিয়েছিলেন। সেখানেই জেলেনস্কিকে জানে না মারার নিশ্চয়তা দেন পুতিন।

ইসরাইলের চ্যানেল টুইয়েল্ভকে শনিবার ওই সাক্ষাৎকার দিয়েছেন বেনেট। গত বছরের মার্চ মাসে রাশিয়া সফরে যান তিনি। উদ্দেশ্য ছিল, সংঘাত বন্ধে রাশিয়াকে রাজি করানো। যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রীর যুদ্ধবিরতির চেষ্টা ব্যর্থ হয় তবে তার  কাছে জেলেনস্কির নিরাপত্তার নিশ্চয়তা দেন রুশ প্রেসিডেন্ট। ওই সময় রাশিয়ার সেনারা কিয়েভ ঘিরে রেখেছিল এবং জেলেনস্কি অজ্ঞাত স্থানে লুকিয়ে ছিলেন। বেনেট জানান, জেলেনস্কি নিজেই তাকে অনুরোধ করেছিলেন যাতে পুতিনের জীবনের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়।

বেনেট পুতিনকে জিজ্ঞেস করেন, আপনি কি জেলেনস্কিকে হত্যা করতে যাচ্ছেন? উত্তরে রুশ প্রেসিডেন্ট বলেন, না তার এমন কোনো পরিকল্পনা নেই। বেনেটের ভাষায়, পুতিন তাকে জেলেনস্কির বিষয়ে আশ্বস্ত করেছেন। ক্রেমলিন থেকে বের হয়ে সাথে সাথে জেলেনস্কিকে ফোন করেন বেনেট। তাকে বলেন, পুতিন আপনাকে মারবে না। জেলেনস্কি বারবার নিশ্চয়তার কথা বলছিলেন। তখন বেনেট তাকে আশ্বস্ত করে বলেন যে, তিনি শতভাগ নিশ্চিত যে পুতিন তাকে সরিয়ে দেয়ার কথা ভাবছে না।

এই ঘটনার দুই ঘণ্টা পরই জেলেনস্কি তার কিয়েভ অফিস থেকে একটি ভিডিও পোস্ট করেন। এতে তিনি বলেন, তিনি মোটেও লুকিয়ে নেই এবং কাউকে তিনি ভয় পাননা। ইসরাইলি প্রধানমন্ত্রী পুতিনকে একজন স্মার্ট এবং তীক্ষ্ণ মানুষ হিসেবে প্রশংসা করেছেন। তবে তিনি জেলেনস্কি এবং তার কর্মকর্তাদের ‘নাৎসি’ এবং যুদ্ধবাজ বলে বর্ণনা করেন।

এনবিএস/ওডে/সি

news