ব্রুকলিনের শরণার্থী শিবিরে ব্যতিক্রমী রাত কাটালেন নিউইয়র্ক মেয়র

নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডাম নিজ চোখে শরণার্থীদের থাকার অবস্থান দেখতে এবার এক ব্যতিক্রমী উদ্যোগ নিলেন। আশ্রিতরা কিভাবে বা কি ধরনের নাগরিক সুযোগ সুবিধা পেয়ে থাকেন বা কোথায় কেমন ঘাটতি রয়েছে তা দেখতে এবার মেয়র নিজেই  ব্রুকলিনের শরণার্থী শিবিরে রাত কাটালেন। শনিবার তীব্র শীতের মধ্যে তিনি আশ্রয় শিবিরে ঘুমান। সম্প্রতি হোটেলে থাকতে শরণার্থীরা অস্বীকার করলে তাদের সাময়িকভাবে ব্রুকলিন নৌ টার্মিনালে থাকার ব্যবস্থা করে কর্তৃপক্ষ।
মেয়র এডাম এক টুইট বার্তায় লিখেন, বছরের সর্বোচ্চ ঠান্ডার রাতে আমি আশ্রয়হীন ‘হিরোদের’ থাকার জায়গাটা কেমন তা দেখতে নিজেই ঘুমাতে গেলাম। আমার ভাইদের কি ধরনের সুবিধা আরও দেওয়া উচিত এবং  কিভাবে উষ্ণ থাকবেন তারা সেটি নিজেই দেখতে আসলাম। ভিডিওতে দেখা যায় মেয়র শরণার্থীদের সাথে রাতের খাবার খাওয়ার পাশাপাশি ভিডিও গেইমস খেলেন। পরে একটি খাটে ঘুমান তিনি।

মেয়র সংবাদ মাধ্যমকে বলেন, ‘ব্রুকলিন নৌ টার্মিনালের আশ্রয়কেন্দ্রে সকল রকমের সুবিধা রাখা রয়েছে। আমরা শরণার্থীদেরকে ভাই হিসেবে সেবা দানে প্রতিশ্রুতিবদ্ধ।’ গত মাসে  ম্যানহাটনের ওয়াটসন হোটেলে বিনা ভাড়ায় তাদের থাকার ব্যবস্থা ক্রে নগর কর্তৃপক্ষ। পরে আনুষ্ঠানিকভাবে ব্রুকলিনে তাদের পুনর্বাসিত করা হয়। গত বসন্তে নিউইয়র্কে প্রায় ৪২ হাজার শরণার্থী আশ্রয়ের জন্য আসেন। আর তাদের জন্য মেয়রের পক্ষ হতে খাদ্য, চিকিৎসা, শিক্ষা সহ সব ধরনের সুবিধার ব্যবস্থা করা হয়। এডাম অবশ্য হোয়াইট হাউজের কাছে সুযোগ-সুবিধা বাড়ানোর ক্ষেত্রে  আরও সাহায্যের জন্য এরই মধ্যে আবেদন করেছেন বলেও জানিয়েছেন।

এনবিএস/ওডে/সি

news