তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প, আন্তর্জাতিক সাহায্য ও রক্তদানের আবেদন

সিরিয়া ও তুরস্কে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর তুরস্কের ডিজস্টার এন্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এএফএডি) আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আহ্বান জানিয়েছে। এএফএডি এক বিবৃতিতে জানায় যে, শহরগুলোতে অনুসন্ধান ও উদ্ধার কাজ চালানোর কাজে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।

সংস্থাটি জানায়, সোমবার স্থানীয় সময় ৪টা ১৭ মিনিটে আঘাত হানে এ ভূমিকম্প। এরপর ৩২টি ভূকম্পন অনুভূত হয়। তুরস্কের কাহরামানমারাস, হাতয়, উসমানি, গাহিয়ানটেপ, সানলিউরফা, দিয়ারবাকির প্রদেশগুলো এ ভূমিকম্প আঘাত হানে।

তুরস্কের রেড ক্রিসেন্ট ভুমিকম্পে আহত লোকদের জন্য রক্ত দিতে জনগনের প্রতি আবেদন জানিয়েছেন। তুরস্কের রেড ক্রিসেন্ট এর প্রেসিডেন্ট কেরেম কিনিক বলেছেন, ভূমিকম্প আঘাত হানার পর তার সংস্থা তুরস্কের উত্তরাঞ্চলে অতিরিক্ত রক্ত পাঠানো শুরু করেছে। আমরা ডিপ্রিম অঞ্চলে অতিরিক্ত রক্ত ও রক্তজাত পণ্য পাঠাচ্ছি।

তিনি আরো বলেন, প্রথম পর্যায়ের পাঠানোর মতো রক্ত আমাদের আঞ্চলিক ব্লাড ব্যাংকে মজুদ আছে। কিন্ত ভবিষ্যতে আরও প্রয়োজন দেখা দিতে পারে, সেকথা বিবেচনা করে আমরা সারা তুরস্কের জনগণের প্রতি রক্ত দানের আবেদন জানিয়েছি আমরা।

এনবিএস/ওডে/সি

news