পুলিৎজার বোর্ডের বিরুদ্ধে ট্রাম্পের পদক্ষেপ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুলিৎজার পুরষ্কার বোর্ডের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাচ্ছেন। সম্প্রতি কলোম্বিয়া জার্নালিজম রিভিউ ( সি জে আর) এর এক প্রতিবেদনে রাশিয়ার সাথে তার গোপন সম্পর্কের বিষয়টি প্রকাশ পায়। যেটা নিয়ে টাম্প আদালতে একটি অভিযোগও দায়ের করেন।

সোমবার তার বিরুদ্ধে তিনি ওয়াশিংটন পোষ্ট ও নিউইয়র্ক টাইমসের সংবাদ প্রকাশের পর সেটির সমালোচনা করেন ট্রাম্প।একইসঙ্গে তিনি সিজেআরকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেন। গত ডিসেম্বরে ফ্লোরিডার আদালতে এক অভিযোগে তিনি বলেন,  পুলিৎজার বোর্ড তার সুনাম নষ্ট করেছেন। ২০১৮ সালে এই পুরষ্কারের জন্য তার নামটি বাদ দেওয়ায় সুনাম ক্ষুন্ন হয়েছে। সেসময় পোষ্ট ও টাইমস ট্রাম্পের সাথে রাশিয়ার গোপন সম্পর্কের বিষয়ে সংবাদ প্রকাশ করে।

গত মাসে মার্কিন আদালত ট্রাম্পকে ১ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। জানুয়ারিতে সিজেআর  রিপোর্টটি  প্রকাশ করে। এই বিষয়ে ট্রাম্প সংবাদটিকে ভিত্তিহীন বলে দাবি করে বলেন তার মস্কোর সাথে  আঁতাতের বিষয়টি এখনও প্রমাণিত হয়নি।

এনবিএস/ওডে/সি

news