গুরুত্বপূর্ণ স্থাপনা হতে চীনা নজরদারী ক্যামেরা সরাবে অস্ট্রেলিয়া সরকার

জাতীয় নিরাপত্তার হুমকির কথা ভেবে প্রতিরক্ষা বিভাগ সহ গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে অষ্ট্রেলিয়া সরকার চীনের প্রস্তততকৃত সকল ধরনের নজরদারি বা পর্যবেক্ষণ ক্যমেরাগুলো অপসারণের সিদ্ধান্ত নিয়েছে।

চীনের হিকভিশন ও দাহুয়া কোম্পানির তৈরি প্রায় ৯০০টি নজরদারি ক্যামেরা অষ্ট্রেলিয়ার বিভিন্ন সরকারি গুরত্বপূর্ণ স্থাপনায় লাগানো আছে। দেশটির প্রতিরক্ষা বিভাগ, পররাষ্ট্রমন্ত্রণালয়, এটর্নি জেনারেলের দপ্তর সহ গুরত্বপূর্ণ স্থাপনাগুলোয় এতদিন ধরে ব্যবহার হয়ে আসছিল এসব ক্যামেরা। প্রায় বিভিন্ন দপ্তর মিলে ২০০টি ভবনে এগুলোর উপস্থিতি রয়েছে। কিন্ত দেশটির সরকার ভাবছে এগুলো নিয়ন্ত্রণ চীনা কর্তৃপক্ষের কাছে যদি থেকে যায় তবে তারা সহজেই এসব গুরত্বপূর্ণ দপ্তরের উপর গোপন নজরদারি করতে পারে। আর এই শংকা থেকেই দেশটির সরকার ক্যামেরাগুলো সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত বছর একই সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরকার।

অষ্ট্রেলিয়া সরকারের প্রতিরক্ষা ও উপ-প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস বৃহষ্পতিবার জানান, সরকার এসব ক্যামেরাগুলো চিহ্নিত করে যেকোনো প্রতিরক্ষা বিভাগের অধীনের অফিস থেকে অপসারণ করবে যাতে করে আমাদের নিরাপত্তা সম্পূর্ণরুপে নিশ্চিত করা যায়। এটা আমাদের কাছে তাৎপুর্যপূর্ণ  যে দেরিতে এই বিষয়টি আমাদের  নজরে এসেছে।.

এনবিএস/ওডে/সি

news