নিজেদের আধিপত্য ধরে রাখতে গোটা বিশ্বকে ধ্বংস করে দিতেও রাজি পাশ্চাত্য’

পশ্চিমারা রাশিয়াকে পরাজিত করে বিশ্বে নিজেদের আধিপত্য ধরে রাখতে ইউক্রেনসহ গোটা উন্নয়নশীল বিশ্বকে বলির পাঠা বানাতে চায় বলে অভিযোগ করেছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত স্থায়ী রুশ প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া গতকাল জাতিসংঘের সাধারণ পরিষদের এক বৈঠকে এ অভিযোগ করেন।

তিনি বলেন, “সম্ভাব্য যেকোনো উপায়ে রাশিয়াকে পরাজিত করার বাসনা পূরণ করার জন্য তারা শুধু ইউক্রেন নয় বরং গোটা বিশ্বকে যুদ্ধের অতল গহ্বরে পাঠিয়ে দিতেও প্রস্তুত রয়েছে।”

নেবেনজিয়া স্পষ্ট করে বলেন, বর্তমানে রাশিয়ার বিরুদ্ধে শুধু ইউক্রেন যুদ্ধ করছে না বরং গোটা পশ্চিমা বিশ্ব সম্মিলিতভাবে মস্কোর বিরুদ্ধে লড়াই করছে। তিনি বলেন, পশ্চিমারা ইউক্রেনে ‘নব্য নাৎসিবাদ’ প্রতিষ্ঠা করতে চায় এবং এর ফলে তাদের মধ্যে রাশিয়া-ভীতি বেড়ে চলেছে। 

জাতিসংঘে নিযুক্ত স্থায়ী রুশ প্রতিনিধি বলেন, “সমস্ত আয়োজন সম্পন্ন করা হয়েছে শুধুমাত্র রাশিয়াকে কৌশলগত পরাজয়ের স্বাদ পাইয়ে দেয়ার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্র গোটা বিশ্বকে নিজের খেলার মাঠ মনে করে।”

আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর এক বছর পূর্ণ হয়েছে। এই বর্ষপূর্তির আগে জাতিসংঘে দেয়া ভাষণে এসব কথা বললেন ভ্যাসেলি নেবেনজিয়া।
খবর পার্সটুডে/এনবিএস/২০২/একে

news