ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১
Logo
logo

পাইলট-ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম: সাকিব


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ মার্চ, ২০২৩, ০৬:০৩ পিএম

পাইলট-ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম: সাকিব

 পাইলট-ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম: সাকিব

দ্বিতীয় ওয়ানডের পর মঙ্গলবার বাংলাদেশ দলের অনুশীলন বা ম্যাচ না থাকায় দলের খেলোয়াড়রা সিলেটে বেশ ফুরফুরে মেজাজে আছেন। তবে সাকিব আল হাসানের যেন কোনো বিরাম নেই । সিলেট থেকে সকালেই ছুটে এসেছেন ঢাকায়। বিমান বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন টাইগার ক্রিকেটের এই পোস্টারবয়।

বিমান বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিতে স্বাক্ষর করতে এসে গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব। সেখানে ছোটবেলার প্রসঙ্গ টেনে সাকিব বলেন, শৈশবে পাইলট হতে চেতাম, ডাক্তারও হতে চেয়েছি। ইঞ্জিনিয়ারও হতে চেয়েছি, আল্টিমেটলি ক্রিকেটে শেষ হয়েছে। আমি মনে করি এখন বিমানের সঙ্গে আছি, আমি আমার সর্বোচ্চ প্রচার বা প্রসারের চেষ্টা করব।

এরপর তার কাছে জানতে চাওয়া হয় এতকিছু কি করে পারেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে পারে সে সবই পারে।

মাঠে দারুণ ছন্দে আছেন সাকিব। দুবাই পলাতক আসামি আরাভ খান ইস্যুতে জড়ানোর পর আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে ফিরেই প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে করেছিলেন ৯৩ রান। যদিও দ্বিতীয় ওয়ানডেতে তেমন জ্বলে উঠতে পারেননি। এর আগে তার নেতৃত্বে প্রথমবারের মতো ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ

এনবিএস/ওডে/সি