ঢাকা, রবিবার, মে ১৯, ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
Logo
logo

শুক্রবার থেকে রমজান শুরু, জানাল রুয়েত এ হিলাল কমিটি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ মার্চ, ২০২৩, ০৪:০৩ পিএম

শুক্রবার থেকে রমজান শুরু, জানাল রুয়েত এ হিলাল কমিটি

শুক্রবার থেকে রমজান শুরু, জানাল রুয়েত এ হিলাল কমিটি

 শুক্রবার ভোর থেকে শুরু পবিত্র রমজান (Ramadan) শুরু হচ্ছে বলে জানালো নাখোদা মসজিদের রুয়েত-এ-হিলাল কমিটি। ইতিমধ্যেই সৌদি আরবে রমজানের চাঁদ (Crescent Moon or Ramzan Chand) দেখা গিয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে আরব বিশ্বে শুরু হচ্ছে পবিত্র রমজান।

রমজানের উপোসের দিন প্রতি বছরই বদলে যায়। কারণ মুসলমান সম্প্রদায় চাঁদের গতি অনুযায়ী ইসলামিক ক্যালেন্ডার অনুসরণ করে। তাই রমজান কবে থেকে শুরু হবে কবে শেষ হবে তা চাঁদ দেখতে পাওয়ার উপর নির্ভর করে। সাধারণত রমজানের চাঁদ প্রথমে দেখা যায় সৌদি আরবে। সেই সঙ্গে ভারতের কিছু অংশে তা প্রথমে দেখা যায়। পরদিন পাকিস্তান, বাংলাদেশ সহ ভারতের বাকি অংশে দেখা যায়।সেই নিয়ম অনুযায়ী বুধবার সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গিয়েছে।

দীর্ঘ একমাস ধরে কৃচ্ছ্রসাধনের মধ্যে দিয়ে আল্লাহ এবাদ করেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। রোজ, নামাজ, জাকাতের মধ্যে দিয়ে নিজেদের ফরয পালন করবেন। মুসলমানরা বিশ্বাস করেন এই মাসের শেষের দশদিনের মধ্যে একটি রাতেই পবিত্র কুরআন অবতীর্ণ হয়েছিল। সেই রাতকেই বলা হয় লাইলাতুল ক্কদর।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২৩ /একে