ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১
Logo
logo

‘আমার মৃত্যুদণ্ড চেয়ে মিছিল করেছিল’


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৩, ১০:০৩ পিএম

‘আমার মৃত্যুদণ্ড চেয়ে মিছিল করেছিল’

 ‘আমার মৃত্যুদণ্ড চেয়ে মিছিল করেছিল’

 দেশের তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ছোটপর্দা, বড়পর্দা ও ওটিটিতে দুর্দান্ত সব কাজ উপহার দিয়েছেন দর্শকদের। এসবের মধ্যে অনেক কাজই দর্শকপ্রিয়। এ নির্মাতা সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয়। সেখানে প্রায়ই ব্যক্তিগত জীবন, নিজের কাজ, ইন্ডাস্ট্রির বিষয় এবং সমসাময়িক বিষয়ে খোলামেলা কথা বলতে দেখা যায় তাকে। এবার তিনি জানালেন, তার মৃত্যুদণ্ড চেয়ে মিছিল করার কথা।

৩০ মার্চ (বৃহস্পতিবার) ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে এক স্ট্যাটাসে এ কথা জানান ফারুকী। তিনি লেখেন, ‘সোশ্যাল মিডিয়া মাঝে মাঝে খুবই কৌতুকপূর্ন। একজন আমাকে লিখলেন, আপনি নতুন দিনের হিজবুত তাহরীর। আপনারা কেউ কি ভাইটিকে জানাবেন, হিজবুত তাহরীর সেই ২০১০ সালেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর আমার মৃত্যুদণ্ড চেয়ে প্রাইভেট ইউনিভারসিটিগুলাতে মিছিল করছিল?’

নাট্যজন মামুনুর রশীদের বিষয়ে কথা বলতে গিয়ে এই নির্মাতা লেখেন, ‘সেইদিন দেখলাম একজন মামুনুর রশীদ সম্পর্কে লিখছে, উনি ভারতের দালাল। অথচ ভারত মামুন ভাইকে ভিসা দেয় না ম্যালা বছর হয়ে গেল।’

এনবিএস/ওডে/সি