ঢাকা, শনিবার, জুলাই ২৭, ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১
Logo
logo

ফারাক্কা সমস্যা সমাধানে প্রয়োজন জাতীয় ঐক্য: এনডিপি


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৫ মে, ২০২২, ০২:৪২ পিএম

ফারাক্কা সমস্যা সমাধানে প্রয়োজন জাতীয় ঐক্য: এনডিপি

পানি শুধু ভারত-বাংলাদেশের সমস্যা নয়। দুই দেশেরই সমস্যা। দেশের সমস্যা সমাধানে জাতীয় স্বার্থে রাজনৈতিক ভিন্নমত বাদ দিয়ে সবাইকে ঐকমত্যে পৌছানোর আহ্বান জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি।

রবিবার (১৫ মে) মওলানা আবদুুল হামিদ খান ভাসানীর ফারাক্কা অভিমুখে লংমার্চ স্মরণে  পার্টির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা এ আহ্বান জানান।

তারা বলেন, ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের বিস্তীর্ণ জনপদে বিপর্যয় নেমে এসেছে। প্রতিবেশী দেশ ভারতের পানি আগ্রাসন এ দেশের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দিয়েছে।

নেতৃদ্বয় আরো বলেন, অসংখ্য নদ-নদীর দেশ বাংলাদেশে আন্তর্জাতিক ৫৭টি নদীর মধ্যে ৫৪টির মূল উৎস তিব্বত, নেপাল, ভুটান ও ভারতের পর্বতময় অঞ্চল। যার ফলে পানির অবাধ প্রবাহে ফারাক্কার মতো বাঁধগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যা বাংলাদেশের জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে।

কর্মসূচী : ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ উপলক্ষে সোমবার ১৬ মে জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি'র উদ্যোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হবে।

দলের মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা'র সভাপতিত্বে বক্তব্য রাখবেন জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও দলীয় নেতৃবৃন্দ।