এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ মে, ২০২৩, ১১:০৫ এএম
তরুণ ফুটবলার আনসু ফাতিকে বিক্রি করে দিবে বার্সেলোনা!
এমনটাই গুঞ্জন ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ঘিরে। মূলত আগামী জুনে বার্সার সঙ্গে অভিজ্ঞ মিডফিল্ডার সার্জিও বুস্কেটসের চুক্তি শেষ হচ্ছে। তার সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় না কাতালানরা।
ফাতির বেতন অনেক বেশি। বুস্কেটসের দীর্ঘমেয়াদি বিকল্প হিসেবে উলভসের দু’শোর ওপরে লিগ ম্যাচ খেলা রুবেন নেভেসকে নেয়ার কথা ভাবছে বার্সা বোর্ড। নেভেসের বদলি হিসেবে আনসু ফাতিকে দিয়ে সঙ্গে ২৬ মিলিয়ন পাউন্ড পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছে বার্সা। অবশ্য তরুণ আনসু ফাতিকে দলে ভেড়াতে মুখিয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মতো ক্লাব।
এনবিএস/ওডে/সি