ঢাকা, শনিবার, জুলাই ২৭, ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১
Logo
logo

বাকিংহাম প্যালেসের ব্যালকনিতে দাঁড়িয়ে সৌহার্দ্য বিনিময় করলেন রাজা-রানি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ মে, ২০২৩, ১১:০৫ এএম

বাকিংহাম প্যালেসের ব্যালকনিতে দাঁড়িয়ে সৌহার্দ্য বিনিময় করলেন রাজা-রানি

 বাকিংহাম প্যালেসের ব্যালকনিতে দাঁড়িয়ে সৌহার্দ্য বিনিময় করলেন রাজা-রানি

শুরু হলো আরেক নতুন অধ্যায়। শপথ গ্রহণের মধ্য দিয়ে ব্রিটিশ রাজপরিবারের রাজার আসনে অসিন হলেন রাজা তৃতীয়  চার্লস। শনিবার (৬মে) লন্ডের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আনুষ্ঠানিকতা শেষে রাজা চার্লস ও রানি ক্যামিলা স্বর্ণ খচিত ঘোড়ার গাড়ির করে বাকিংহাম প্যালেসে ফিরেছেন। প্রায় ১ মাইল পথ (১.৬ কিমি) পাড়ি দেওয়ার সময় ৪ হাজার সৈন্য এবং ১৯টি ব্যান্ডদল ছিল।

প্রাসাদে পৌঁছানোর পর ঐতিহ্য মেনে ব্যালকনিতে হাজির হন রাজা ও রানি। এছাড়া রাজপরিবারের অন্য সদস্যদের ও দেখা যায়।

এসময় তারা উপভোগ করেন বর্ণাঢ্য ফ্লাইপাস্ট প্রদর্শনী। বাকিংহাম প্যালেসের বৃষ্টিস্নাত ধূসর আকাশ ছেঁয়ে যায় লাল, সাদা আর নীল রঙয়ের আভায়।

রাজা- রানির সঙ্গে প্রিন্স ও প্রিন্সেস অফ ওয়েলস এবং তাদের সন্তান প্রিন্স জর্জ, প্রিন্সেস শার্লট, প্রিন্স লুইওকেও দেখা যায়। প্রিন্সেস অ্যান ও প্রিন্স এডওয়ার্ডও সেখানে ছিলেন।

ক্যামিলার নাতি-নাতনিও বারান্দায় উপস্থিত থাকতে দেখা যায়। উপস্থিত ছিলেন প্রিন্স উইলিয়াম কিন্তু প্রিন্স হ্যারিকে দেখা যায়নি।

বারান্দায় যোগ দিতে দেখা যায়, সোফি ওয়েসেক্স, প্রিন্স এডওয়ার্ডসহ তাদের সন্তানদের।

প্রদর্শনীতে ব্যবহৃত হেলিকপ্টার ও যুদ্ধবিমানের উচ্চ শব্দে কিছুটিা বিরক্ত প্রিন্স লুইস। চোখে মুখে সেটি স্পষ্ট।

ফ্রেমেবন্দী প্রিন্স উইলিয়ামের বড়ছেলে প্রিন্স জর্জ ও পরিবারের অন্য ছোট সদস্যরা।

এনবিএস/ওডে/সি