ঢাকা, মঙ্গলবার, মে ২১, ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
Logo
logo

একাত্তরের মতো ‘নিয়ন্ত্রিত’ পাকিস্তানের গণমাধ্যম


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ মে, ২০২৩, ০১:০৫ পিএম

একাত্তরের মতো ‘নিয়ন্ত্রিত’ পাকিস্তানের গণমাধ্যম

 একাত্তরের মতো ‘নিয়ন্ত্রিত’ পাকিস্তানের গণমাধ্যম

জামিনে মুক্তির পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পাকিস্তান সেনাবাহিনীর কঠোর সমালোচনা করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

শুক্রবার (১২ মে) ইসলামাবাদ হাইকোর্ট থেকে জামিন পান ইমরান খান। এদিন রাতেই বাড়ি ফিরে আসেন তিনি। এরপর শনিবার (১৩ মে) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন।

সেই ভাষণে পাকিস্তানের গণমাধ্যমকে ‘নিয়ন্ত্রিত’ বলে উল্লেখ করেছেন ইমরান খান। তিনি বলেন, ‘পাকিস্তানের গণমাধ্যম নিয়ন্ত্রিত। ১৯৭১ সালে পূর্ব-পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পরিচালিত নির্যাতনের সময়ও তারা এমন ছিল।’

পূর্ব-পাকিস্তানে প্রসঙ্গে তিনি আরও বলেন, 'আমি আজ আবারও আপনাদেরকে পূর্ব পাকিস্তানের কথা স্মরণ করিয়ে দিতে চাই। আমার জীবদ্দশায় আমি পূর্ব পাকিস্তান দেখেছি। ১৯৭১ সালের মার্চে আমি ম্যাচ খেলতে গিয়েছিলাম পূর্ব পাকিস্তানে, সেখানকার অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে। আমাদের যে জাহাজটি ফিরে এসেছিল (পশ্চিম পাকিস্তানে) সেটি ছিল শেষ জাহাজ। আমার এখনো মনে আছে তাদের কী পরিমাণ ঘৃণা ছিল পাকিস্তানের প্রতি। এখানে তো আমাদের এসব জানাই ছিল না।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে তথ্য লুকিয়ে রাখা যায় না উল্লেখ করে ইমরান বলেন, নিয়ন্ত্রিত গণমাধ্যমের সময়ে একটি জিনিসই ব্যতিক্রম। আর সেটা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। এর মাধ্যমে মুহূর্তেই তথ্য ছড়িয়ে পড়ে।

এছাড়াও তিনি তার গ্রেপ্তারের জন্য সেনাবাহিনীকে দায়ী করেছেন। রাজনীতিতে সেনা বাহিনী হস্তক্ষেপ করছে অভিযোগ তুলে সেনাপ্রধানকে রাজনৈতিক দল গঠনের পরামর্শও দিয়েছেন তিনি।
 
ভাষণের শুরুতে পাকিস্তানের গণতন্ত্রের ভঙ্গুরতা নিয়ে কথা বলেছেন পিটিআই নেতা। তিনি বলেন, ‘আজ আমাদের গণতন্ত্র সুতোয় ঝুলছে। কিন্তু বিচার বিভাগ চাইলেই একে বাঁচাতে পারে। কিন্তু মাফিয়ারা বিচার বিভাগের ওপর আক্রমণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে।’

ইমরান খান আরও বলেন, 'আমি তো ইংল্যান্ডে গিয়েছিলাম পড়তে। সেখানে আমি জানতে পারলাম যে আসলে কী হচ্ছে। আজ আমাদের বোঝা উচিত যে পূর্ব পাকিস্তানের লোকদের ওপরে যে এত বড় অত্যাচার হয়েছে। ওদের যে পার্টি নির্বাচনে জিতেছিল যাকে তারা প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিল, বানানো উচিত ছিল। তার বিরুদ্ধে মিলিটারি অ্যাকশন নিয়ে নিল! দেশের বিভাজন উস্কে দিল। ৯০ হাজার সৈন্য আমাদের কয়েদী হয়ে গেল, আত্মসমর্পন করল। কী পরিমাণ ক্ষতি হলো আপনারা চিন্তাও করতে পারবেন না।'
 
এ সময় তিনি পুরো পাকিস্তানের সর্বোস্তরের জনগণকে আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা বিচার বিভাগ ও সংবিধানের পাশে দাঁড়ান।’
 
ভাষণে সেনাবাহিনীকে লক্ষ্য করে আবারও তোপ দেগেছেন পিটিআই চেয়ারম্যান। আইএসপিআরকে লক্ষ্য করে তিনি বলেন, ‘আপনারা রাজনীতিতে নেমে পড়েছেন। তাহলে নিজেদের একটা রাজনৈতিক দল গড়ে তুলুন।’
 
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালকের উদ্দেশে ইমরান খান বলেন, 'ডিজি সাহেব, আমি জেলে থাকাকালীন আপনি কিছু বক্তব্য দিয়েছিলেন। আমি তাদের জবাব দিতে চাই।'
 
তিনি বলেন, 'আপনি বলেছেন আমি একজন মুনাফিক। আমি যে পরিমাণে সেনাবাহিনীর ক্ষতি করেছি তা আর কেউ করেনি। ডিজি সাহেব, আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। আপনি যখন জন্মও নেননি তখন আমি সারা বিশ্বে আমার দেশের প্রতিনিধিত্ব করছিলাম।

এনবিএস/ওডে/সি