এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম
আর্জেন্টিনায় জামালের প্রথম অনুশীলন
আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়োতে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। মঙ্গলবার নতুন ক্লাবে প্রথমবারের মতো অনুশীলন সেরেছেন এই মিডফিল্ডার।
বাংলাদেশ সময় বুধবার সকালে অনুশীলনের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন জামাল ভূঁইয়া। যেখানে বেশ প্রাণবন্তই লাগছিল তাকে।
বাংলাদেশের প্রথম ফুটবলার হিসেবে লাতিন আমেরিকার কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জামাল। সোল দে মায়ো আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল। তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো আনুষ্ঠানিক সংবাদসম্মেরনেও কথা বলেন জামাল। এ সময় তিনি আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা তুলে ধরেন।
সোল দে মায়োর পরবর্তী ম্যাচ আগামী রবিবার। এ ম্যাচ দিয়ে হয়তো জামাল ভূঁইয়ার অভিষেক হবে ক্লাবটিকে। এরপর অবশ্য জাতীয় দলের ব্যস্ততা থাকায় দেশে ফিরবেন তিনি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি