ঢাকা, বুধবার, এপ্রিল ১৭, ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১
Logo
logo

বরিশালে 'খাসজমি সুষ্ঠ বন্দোবস্তে চাই সমন্বিত ভূমি সংস্কার' সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ৩১ মে, ২০২২, ১২:০৫ এএম

বরিশালে 'খাসজমি সুষ্ঠ বন্দোবস্তে চাই সমন্বিত ভূমি সংস্কার' সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

"খাস জমির সুষ্ঠ বন্দোবস্তে চাই সমন্বিত ভূমি সংস্কার" শীর্ষক দিনব্যাপী কর্মশালা  ২৮ মে ২০২২ ইং, সকাল ১০ টায় বরিশাল জেলার ব্রান্ড কম্পাউন্ড রোডস্থ নাগরিক উদ্যোগ এর হল রুমে রুনা লায়লা সোনালী মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন  কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান।আলোচনায় অংশগ্রহণ করেন কৃষক নেতা রুস্তম আলী, মোঃ আলম খান,মোঃআলাউদ্দিন মোল্লা,মোঃ শুক্কুর আলী,সঞ্জীব সিংহ, মোঃ এহসান,নারী নেত্রী নেহার পারভীন  রুনু,সেলিনা বেগম,সেতারা বেগম, মুকুল নাহার,রোকসানা বেগম, জয়নব বিবি, লাকী আক্তার,ইতি তালুকদার,কোহিনুর বেগম প্রমূখ।

বক্তারা বলেন, খাসজমি সুষ্ঠ বন্দোবস্ত হলে বেকারদের কর্মসংস্থান, খাদ্য উৎপাদন বৃদ্ধি,খাদ্য নিরাপত্তা ও খাদ্যে সার্বভৌমত্ব নিশ্চিত, আশ্রয়হীনদের মাথা গোঁজার ঠাই নিশ্চিত হবে।

বক্তারা  আরো বলেন, খাস জমি বন্দোবস্তের পূর্বে অবশ্যই ছাপানো দিয়ারা ম্যাপ করতে হবে। তাঁরা আরও বলেন, প্রকৃত ভূমিহীন পরিবারকে চিহ্নিত করতে হলে সরোজমিনে তদন্ত সাপেক্ষ ভূমিহীন বাছাই ও উপজেলা কৃষি খাসজমি ও বন্দোবস্ত কমিটি সক্রিয় করার সুপারিশ করেন। কর্মশালা অংশগ্রহণকারী ভূমিহীন প্রতিনিধিরা জলবায়ু পরিবর্তনের প্রভাবে উদ্বেগ ব্যক্ত করেন। তাঁরা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে।