ঢাকা, রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২৫ | ৪ ফাল্গুন ১৪৩১
Logo
logo

রকেট থেকে বিচ্ছিন্ন হল আদিত্য! 'স্বপ্ন হল সত্যি', বলছে ইসরো


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:০৯ পিএম

রকেট থেকে বিচ্ছিন্ন হল আদিত্য! 'স্বপ্ন হল সত্যি', বলছে ইসরো

 রকেট থেকে বিচ্ছিন্ন হল আদিত্য! 'স্বপ্ন হল সত্যি', বলছে ইসরো

মিশন সফল। সূর্যের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে ভারতের মহাকাশ যান আদিত্য এল-ওয়ান। এমনটাই জানাল ভারতের মহাকাশ সংস্থা ইসরো। আর এরপরেই শুভেচ্চার বন্যা। ইতিমধ্যে ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাকাশকে বুঝতে এমন ধরনের প্রচেষ্টা জারি থাকবে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে আদিত্য এল ওয়ান  সফল হওয়ার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ভারতবাসী। 'জয় হিন্দ'-'বন্দে ভারতে'র নামে লাগাতার চলে স্লোগান।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি