ঢাকা, শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫ | ২৯ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

সৌদি আরব ভারতের অন্যতম প্রধান সহযোগী দেশ, যুবরাজ সলমনের সঙ্গে বৈঠকের পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য মোদীর 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:০৯ পিএম

সৌদি আরব ভারতের অন্যতম প্রধান সহযোগী দেশ, যুবরাজ সলমনের সঙ্গে বৈঠকের পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য মোদীর 

সৌদি আরব ভারতের অন্যতম প্রধান সহযোগী দেশ, যুবরাজ সলমনের সঙ্গে বৈঠকের পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য মোদীর 

 সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন প্রধানমন্ত্রী মোদী। হায়দরাবাদ হাউসে বসেছিল সেই বৈঠক। একাধিক বিষয়ে দুই দেশের মধ্যে মৌ সাক্ষর হয়েছে। বৈঠকের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সৌদি আরব ভারতের অন্যতম বড় সহযোহী দেশ। দুই দেশের মধ্যে শান্তি এবং স্থিতাবস্থা বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মোদী সৌদি আরবের প্রশংসা করে বলেছেন, সৌদি আরব বিশ্বের সবচেয়ে দ্রুত অর্থনৈতিক উন্নয়নশীল দেশ। আর সেকরণেই ভারত এবং সৌদি আরবের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গোটা প্রদেশের শান্তি বজায় রাখতে সহযোগিতা করবে। এই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি