ঢাকা, শনিবার, জুলাই ২৭, ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১
Logo
logo

২০২৬ সাল নাগাদ ইরানে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ছাড়াবে ৩ লাখ


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:০৯ পিএম

২০২৬ সাল নাগাদ ইরানে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ছাড়াবে ৩ লাখ

২০২৬ সাল নাগাদ ইরানে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ছাড়াবে ৩ লাখ

ইরানের বিজ্ঞান মন্ত্রণালয় ২০২৬ সালের মধ্যে দেশটিতে আন্তর্জাতিক ছাত্রদের সংখ্যা ৩ লাখ ২০ হাজারে উন্নীত করতে চায়। বর্তমানে দেশটিতে প্রায় ১ লাখ বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। ইরানের ছাত্র বিষয়ক সংস্থার প্রধান হাসেম দাদাশপুর এই তথ্য জানান।

তিনি বলেন, ষষ্ঠ জাতীয় উন্নয়ন পরিকল্পনায় (২০১৭-২০২১) আন্তর্জাতিক ছাত্রদের সংখ্যা বেড়েছে। সপ্তম উন্নয়ন পরিকল্পনার (২০২২-২০২৬) আওতায় এই সংখ্যা ৩ লাখ ২০ হাজারে উন্নীত হবে।

দাদাশপুর বলেন, বৈজ্ঞানিক কর্তৃত্বকে শক্তিশালী করা, পাবলিক কূটনীতির বিকাশ এবং ফারসি ভাষার সম্প্রসারণ আন্তর্জাতিক ছাত্রদের আকৃষ্ট করার প্রধান তিনটি কারণ।