ঢাকা, মঙ্গলবার, মে ২১, ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
Logo
logo

আইসিসি কৌসুলির দ্বৈতনীতি, বৈঠক বর্জন করলেন ফিলিস্তিনিরা


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৩:১২ পিএম

আইসিসি কৌসুলির দ্বৈতনীতি, বৈঠক বর্জন করলেন ফিলিস্তিনিরা

আইসিসি কৌসুলির দ্বৈতনীতি, বৈঠক বর্জন করলেন ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌসলি করিম খান মধ্যপ্রাচ্য সফর করছেন। ফিলিস্তিনি মানবাধিকার কর্মীরা তার দ্বিমুখী নীতি ও কর্মকান্ডের প্রতিবাদে তার সঙ্গে বৈঠক বর্জন করেছেন। 

আইসিসির প্রধান কৌসুলি করিম খান শনিবার ইসরায়েল ও ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর সফর করেন। 

করিম খান অধিকৃত পশ্চিম তীর গাজায় ইসরায়েলের নৃশংসতার ব্যাপারে নিরব ভূমিকা পালন করছেন। তিনি বোমা হামলা ও গণহত্যার শিকার উদ্বাস্তু শিবিরগুলো সফর করছেন না কেন জানতে পান ফিলিস্তিনি মানবাধিকার কর্মীরা। তার কোন সদুত্তরও তিনি দিতে পারেননি।

করিম খানের এ একচোখা দৃষ্টি ভঙ্গির কারণে তারা তার সঙ্গে বৈঠক বর্জন করেছেন। 

শুক্রবার জেনেভা ভিত্তিক মানবাধিকার সংস্থা এক বিবৃতিতে জানায়, ফিলিস্তিনের পরিস্থিতির ব্যাপারে কোন কার্যকর পদক্ষেপ না নেওয়ার মাধ্যমে করিম খান স্পষ্টত দ্বৈত নীতি গ্রহন করেছেন।