ঢাকা, বুধবার, অক্টোবর ১, ২০২৫ | ১৫ আশ্বিন ১৪৩২
Logo
logo

গাজায় ২য় দফা যুদ্ধবিরতি চুক্তিতে আরও সময় লাগবে: নেতানিয়াহু


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ০২:১২ পিএম

গাজায় ২য় দফা যুদ্ধবিরতি চুক্তিতে আরও সময় লাগবে: নেতানিয়াহু

গাজায় ২য় দফা যুদ্ধবিরতি চুক্তিতে আরও সময় লাগবে: নেতানিয়াহু

রোববার পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী বেনিয়াামিন নেতানিয়াহু একথা বলেছেন। হামাসের হাতে এখনও যেসব জিম্মি আটক রয়েছেন তাদের উদ্ধারের চেষ্টা এবং গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান নিয়ে পার্লামেন্টে বক্তব্য রাখেন তিনি।
 
এসময় পার্লামেন্ট গ্যালারিতে উপস্থিত এমপিরা সমস্বরে ২য় দফা যুদ্ধবিরতির দাবি জানান। তারা অবশিষ্ট জিম্মিদের উদ্ধারে বর্তমান যুদ্ধকালীন মন্ত্রিসভার পরিকল্পনা সম্পর্কে জানতে চান।

জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ‘এ ব্যাপারে আমরা এখনই কিছু বলতে পারছি না। কারণ ইসরায়েলি বাহিনীর ফিল্ড কমান্ডারদের সঙ্গে এ ব্যাপারে আমার কথা হয়েছে। তারা বলেছেন, বর্তমানে তাদের মিশন যে পর্যায়ে রয়েছে তাতে যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরের মতো পরিস্থিতি আসতে আরও কিছুটা সময় লাগবে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন,‘কমান্ডাররা আমাকে আরও বলেছেন, এই মুহূর্তে যদি কোনো চুক্তি হয়, তাহলে তা উপত্যকায় চলমান সামরিক অপারেশনের ক্ষতিকর হবে। আমরা কেউই চাই না (গাজায়) সামরিক অপারেশন বাধাগ্রস্ত হোক। কারণ এর সঙ্গে আমাদের নিরাপত্তার প্রশ্ন সরাসরি জড়িত রয়েছে।’ তিনি বলেন, ‘ আমাদের সেনা সদস্যরা জিম্মিদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। হামাসের হাত থেকে জিম্মিদের মুক্ত করা গাজায় চলমান মিশনের প্রধান লক্ষ্য।’

গত ৭ অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। তারপর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে ২৮ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও। এতে গাজায় নিহত হয়েছেন ২০ হাজার ৭০০ ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ৫৪ হাজার ৬৩৬ জন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি