ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫ | ২১ কার্তিক ১৪৩২
Logo
logo

বাংলাদেশের প্রথম খেলা ৭ জুন, প্রতিপক্ষ শ্রীলঙ্কা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৪, ০৬:০১ পিএম

বাংলাদেশের প্রথম খেলা ৭ জুন, প্রতিপক্ষ শ্রীলঙ্কা

বাংলাদেশের প্রথম খেলা ৭ জুন, প্রতিপক্ষ শ্রীলঙ্কা

২০২৪ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ইতিমধ্যেই আসন্ন এই টুর্ণামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি। জুন মাসের এক তারিখে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে কানাডা। তবে বাংলাদেশের প্রথম খেলা শুরু হবে ৭ জুন ডালাসে। যেখানে টাইগারদের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। 

শুক্রবার (৫ জানুয়ারি) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। সবমিলিয়ে ৯টি (যুক্তরাষ্ট্রের তিনটি এবং উইন্ডিজ মাটিতে ছয়টি) ভেন্যুতে হবে এবারের বিশ্বকাপ আসর। আগামী ২৯ জুন ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে ফাইনাল দিয়ে আসরের পর্দা নামবে।

গ্রুপ পর্বে প্রতিটি দল ৪টি করে ম্যাচ খেলবে। ‘ডি’ গ্রুপে থাকা বাংলাদেশ তাদের ৪টি ম্যাচের দুটি খেলবে ওয়েস্ট ইন্ডিজ আর অন্য দুটি খেলবে যুক্তরাষ্ট্রে।

নিজেদের দ্বিতীয় ম্যাচে ১০ জুন শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স। দুই দিন পর ১২ জুন টাইগারদের তৃতীয় ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে এবং ১৬ তারিখ গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের মোকাবিলা করবে বাংলাদেশ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি