ঢাকা, শনিবার, জুলাই ২৭, ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১
Logo
logo

গুজরাটে নৌকা ডুবে ১৪ শিশুসহ ১৬ জন নিহত


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৪, ০৭:৩০ এএম

গুজরাটে নৌকা ডুবে ১৪ শিশুসহ ১৬ জন নিহত

গুজরাটে নৌকা ডুবে ১৪ শিশুসহ ১৬ জন নিহত

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ওই অঞ্চলের ভাদোদারার হারনি লেকে স্কুলের পিকনিকের নৌকা উল্টে এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে ৩৪ জন শিক্ষক-শিক্ষার্থী ছিল। তারা বেসরকারি স্কুল নিউ সানরাইজ এর শিক্ষক-শিক্ষার্থী। তাদের কারো গায়েই লাইফ জ্যাকেট ছিল না।

নিখোঁজদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী সংস্থা এনডিআরএফ। তবে লেকের নিচে কাদা থাকায় তাদের উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে। উদ্ধারকারীরা আশঙ্কা করছেন, নিখোঁজদের কয়েকজন হয়ত কাদার মধ্যে আটকে গেছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, নৌকাটি উল্টে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী পৌঁছানোর আগেই স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করে। পরে দমকল বাহিনী গিয়ে পানি থেকে একের পর এক মরদেহ উদ্ধার করে। এছাড়া কয়েকজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

গুজরাটের মন্ত্রী ঋষিকেশ প্যাটেল জানান, এখন পর্যন্ত ১০ জন শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এদিকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি  নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।