ঢাকা, শনিবার, জুলাই ২৭, ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১
Logo
logo

মন্দির উদ্বোধনের দিনে মুসলিম দম্পতির ঘরে নতুন অতিথি, নাম ‘রামরহিম’


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৪, ০৯:২৫ এএম

মন্দির উদ্বোধনের দিনে মুসলিম দম্পতির ঘরে নতুন অতিথি, নাম ‘রামরহিম’

সোমবার ভারতের অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিনে উত্তরপ্রদেশ রাজ্যের ফিরোজাবাদে এক মুসলিম মহিলা জন্ম দেন এক পুত্রসন্তানের।

আনন্দবাজার জানায়, হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে একতা এবং সম্প্রীতির বার্তা পৌঁছে দিতেই নবজাতকের ওই নাম রাখার সিদ্ধান্ত বলে দাবি ফিরোজবাদের ওই পরিবারের। 

জেলা মহিলা হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক নবীন জৈন জানিয়েছেন, সোমবার একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ফিরোজাবাদের এক মহিলা। সন্তান এবং মা দু’জনেই সুস্থ। চিকিৎসক জানান, ভূমিষ্ঠ হওয়ার পর সেই নবজাতকের নামও ঠিক করে ফেলেছিল মহিলার পরিবার।

চিকিৎসক জৈন আরও জানিয়েছেন, নবজাতকের দাদিমা হুসনা বানু মূলত এই নামই রাখার কথা জানান পরিবারের সদস্যদের। 

নবজাতকের ‘রামরহিম’ নামে সমর্থন জানিয়েছে পরিবারের অন্য সদস্যরাও। হুসনা বানু বলেন, হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই নাতির নাম রেখেছি রামরহিম।