এনবিএস ডিজিটাল ডেস্ক প্রকাশিত: ২৯ জানুয়ারী, ২০২৪, ০৬:০১ পিএম
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে বাংলাদেশের নিচে ভারত
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ খেলছে ভারত। প্রথম ম্যাচে দারুণ শুরু করেও হারের স্বাদ পেয়েছে ভারত। এ ম্যাচে টম হার্টলির দুর্দান্ত স্পিন ঘূর্ণিতে ২৮ রানে ইংল্যান্ডের বিপক্ষে হারে ভারত।
হায়দ্রাবাদ প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৪৬ রান তুলেছিল ইংলিশরা। জবাবে ৪৩৬ রান করে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪২০ রান করলে ২৩১ রানের লিড পায় স্বাগতিকরা। জবাব দিতে ২০২ রানে সব উইকেট হারায় রোহিত শর্মার দল। এতে ২৮ রানে রোমাঞ্চকর জয়ে ১-০ তে এগিয়ে যায় ইংল্যান্ড। ম্যাচ সেরা হয়েছেন টম হার্টলি।
ঘরের মাঠে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে হারার পর দুঃসংবাদ পেয়েছে ভারত। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চার ধাপ পিছিয়েছে ভারত। এতে বাংলাদেশেরও নিচে নেমে গেছে অধিনায়ক রোহিত শর্মার দল। আরটিভি
বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপে ওঠে এসেছে দ্বিতীয় নাম্বারে। প্রথম অবস্থান করছে অস্ট্রেলিয়া, তৃতীয় অবস্থানে নিউজিল্যান্ড, চতুর্থ দক্ষিণ আফ্রিকা, পঞ্চম ভারত, পাকিস্তান ষষ্ঠ, সপ্তম ওয়েস্ট ইন্ডিজ, অষ্টম ইংল্যান্ড ও নবম শ্রীলঙ্কা।