ঢাকা, মঙ্গলবার, জুন ২৪, ২০২৫ | ৯ আষাঢ় ১৪৩২
Logo
logo

পুলিশের সঙ্গে পেরে উঠলো না শেখ জামাল 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৪, ০৮:০৪ পিএম

পুলিশের সঙ্গে পেরে উঠলো না শেখ জামাল 

পুলিশের সঙ্গে পেরে উঠলো না শেখ জামাল 

ফেডারেশন কাপে কোয়ার্টার ফাইনালে শেখ রাসেলকে ৩-০ ব্যবধানে হারিয়ে আসরের সেমিফাইনাল নিশ্চিত করেছে পুলিশ ফুটবল ক্লাব। এখন সেমিফাইনালে মোহামেডানের সামনে বাধা হচ্ছে পুলিশ। তাদের এই দাপুটে জয়ই বলছে মোহামেডানের ফাইনালে ওঠার লড়াইটা সহজ হবে না।

মঙ্গলবার (২৩ এপ্রিল) গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে প্রথমার্ধেই ম্যাচ নিজেদের করে নেয় পুলিশ। ম্যাচের তৃতীয় মিনিটে জাভোখি সখিলভের গোলে এগিয়ে যায় পুলিশ। প্রথম গোলের মাত্র ৫ মিনিট পরই কাউন্টার অ্যাটাকে ব্যবধান দ্বিগুণ করেন কাজেশ শাহ। এরপর ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করেও পারেনি শেখ জামাল।

ম্যাচের ২৮তম মিনিটে পুলিশের তৃতীয় গোলটি উজবেকিস্তানের ডিফেন্ডার আব্দুল্লায়েভের ব্যাক হিল থেকে আসে। শাহেদ মিয়ার ক্রস বক্সের ভেতর থেকে বল জালে জড়িয়েছেন তিনি গোলরক্ষককে বোকা বানান। তিন গোল হজম করার পরও শেখ জামালের ফরোয়ার্ড লাইনে কারও পায়ে গোলের সম্ভাবনার সেই ঝলকটাই দেখা যায়নি।

বিরতির পর ৮২ মিনিটে শাকিল হোসেনের বাড়ানো বলে জায়েদ আহমেদের ফ্লিক প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে বারের ওপর দিয়ে গেছে। অতিরিক্ত সময়ে জায়েদের ক্রস সেনেগালিজ স্ট্রাইকার আবু তোরে বুটের কানায় লাগিয়ে দিয়েছিলেন। কিন্তু গোললাইন থেকে সেই বল ফিরিয়ে দেন আখরোরবেক উকতামভ।

ফেডারেশন কাপে আর একটি কোয়ার্টার ফাইনালের খেলা বাকি রয়েছে। আগামী সপ্তাহে সে ম্যাচে আবাহনীর মুখোমুখি হবে ফর্টিস। তাদের বিজয়ী দল সেমিফাইনালে প্রতিপক্ষ হবে বসুন্ধরা কিংসের।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি