ঢাকা, শনিবার, জুলাই ১২, ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২
Logo
logo

মুশফিক-চয়নদের বন্ধু ফুটবলার হীরক মারা গেলেন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৪, ০৭:০৪ পিএম

মুশফিক-চয়নদের বন্ধু ফুটবলার হীরক মারা গেলেন

মুশফিক-চয়নদের বন্ধু ফুটবলার হীরক মারা গেলেন

দশ বছর আগে ফুটবলকে বিদায় জানিয়ে কুষ্টিয়ায় ফিরে যান হিরক। এতদিন ব্যবসা আর রাজনীতি নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। সোমবার (২৯ এপ্রিল) মিরপুর উপজেলার সুলতানপুরে নিজ বাসায় ভোরে ব্রেন স্ট্রোক করে মারা গেছেন সাবেক এই ফুটবলার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

জাতীয় বয়সভিত্তিক দলে খেলেছেন হিরক। ইন্দোবাংলা গেমসে বাংলাদেশের সোনাজয়ী দলের অন্যতম সদস্যও ছিলেন তিনি। এছাড়া ঘরোয়া ফুটবলে শেখ রাসেল, ব্রাদার্স, ফরাশগঞ্জসহ আরও কয়েকটি ক্লাবে খেলেছেন।

হীরকের ফুটবল যাত্রা বিকেএসপিতে। ২০০০ সালের ব্যাচে জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম, হকি খেলোয়াড় মামুনুর রহমান চয়ন হীরকের অন্যতম সতীর্থ ছিলেন। আকস্মিক বিদায়ে ভীষণ ব্যথিত হয়ে চয়ন বলেন, ও সুস্থ-স্বাভাবিক ছিল জানতাম। আজ ভোর রাতে বাসায় বাথরুমে বোধহয় স্ট্রোক করে। এরপরই দ্রুত দুনিয়া থেকে বিদায় নেয়। এত দ্রুত আমাদের বন্ধু এভাবে চলে যাবে কল্পনাও করিনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি