এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৪, ০৬:১০ পিএম
ধাঙড় গোষ্ঠীকে তফসিলি জনজাতির (এসটি) অন্তর্ভুক্ত করায় সচিবালয় ভবনের চার তলা থেকে লাফ দিয়েছেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল ও দুই বিধায়ক।
আজ শুক্রবার মহারাষ্ট্রের সচিবালয় ভবনের চার তলা থেকে তারা লাফ দেন। তবে ভবনের চারপাশে জাল থাকায় কারও তেমন আঘাত লাগেনি। পুলিশ তিনজনকেই নিরাপদে জাল থেকে উদ্ধার করেছে।
সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়- মহারাষ্ট্রের ধাঙড় গোষ্ঠীকে তপসিলি জনজাতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরই বিরোধিতা করে শুক্রবার সচিবালয়ের সামনে বিক্ষোভ শুরু হয়। শ্লোগান দিতে দিতে সচিবালয় ভবনের চার তলা থেকে লাফ দেন ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল ও দুই আদিবাসী বিধায়ক।
আদিবাসী সম্প্রদায়ের নেতা এবং বিধায়করা শুক্রবার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে দেখা করেন ৷ তার মধ্যে ছিলেন ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল ৷ তিনি নিজেও আদিবাসী সম্প্রদায়ের ৷ দাবিদাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী শিন্ডের সঙ্গে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি।