ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫ | ২ পৌষ ১৪৩২
Logo
logo

ঘোড়াঘাটে আইরিশ গণিত অলিম্পিয়াড উৎসব অনুষ্ঠিত


হিলি (দিনাজপুর) সংবাদদাতা   প্রকাশিত:  ১৮ জানুয়ারী, ২০২৫, ০৬:০১ পিএম

ঘোড়াঘাটে আইরিশ গণিত অলিম্পিয়াড উৎসব অনুষ্ঠিত

"গণিত হোক চিত্ত অভয়, গণিতে আসুক বিশ্বজয়" এ প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি ভীতি দূর এবং গাণিতিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আইরিশ গণিত অলিম্পিয়াড উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আইরিশ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এবং রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ১৭ জানুয়ারি শনিবার আয়োজিত এই উৎসবের প্রথম পর্বে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত চলা এই পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে নবম শ্রেণির প্রায় ৪শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরে, বিদ্যালয় মাঠে দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয় এবং ৬টি গ্রুপে ১৮ জন শিক্ষার্থীকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। বিজয়ীদের সম্মাননা স্বারক ক্রেস্ট ও সনদপত্র প্রদান অনুষ্ঠানটি সিংড়া ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক জুলফিকার আলী সঞ্চালনা করেন। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, ঘোড়াঘাট থানার ওসি মোঃ নাজমুল হক, সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুল ওয়াকিল, সাবেক অধ্যক্ষ কার্তিক চন্দ্র সরকার এবং বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াডের মুভার্স সুবোধ কুমার ঘোষ অন্তু সহ আরও অনেকে।

এভাবে গণিত অলিম্পিয়াড শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।