ঢাকা, শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১
Logo
logo

বীরগঞ্জে বিনামূল্যে কৃষি উপকরণ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে অর্থ  বিতরণ


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৮ জুন, ২০২২, ০৮:০৬ পিএম

বীরগঞ্জে বিনামূল্যে কৃষি উপকরণ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে অর্থ  বিতরণ

বীরগঞ্জে বিনামূল্যে কৃষি উপকরণ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে অর্থ  বিতরণ

সোমবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন   দিনাজপুুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ কামাল হোসেন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জামান। 

আলোচনা শেষে বিনামূল্যে ৮১০ জন কৃষককে  আমন ধানের বীজ ও  ২৯০ কৃষককে পেয়াজের বীজ এবং রাসায়নিক সার কীটনাশক রশি, পলিথিন বিতরণ করেন।  বিতরন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে  ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১৭৫ জন ক্ষুদ্র নৃ গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে ৭ লাখ ৮০ হাজার টাকা নগদ অর্থ ও চেক বিতরণ করেন এমপি গোপাল।