ঢাকা, মঙ্গলবার, জুন ২৪, ২০২৫ | ৯ আষাঢ় ১৪৩২
Logo
logo

হাসপাতাল ছাড়ছেন তামিম ইকবাল, ফিরছেন ঘরে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ মার্চ, ২০২৫, ০২:০৩ পিএম

হাসপাতাল ছাড়ছেন তামিম ইকবাল, ফিরছেন ঘরে

 

বাংলাদেশ ক্রিকেটের নির্ভরযোগ্য ওপেনার তামিম ইকবাল এখন ধীরে ধীরে সুস্থতার পথে। গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনার পর থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী রোববার বাসায় ফিরতে পারবেন তামিম।

গত ২৪ মার্চ বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তামিম। পরপর দুটি হার্ট অ্যাটাক হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। গাজীপুরের কেপিজে হাসপাতালে জরুরি ভিত্তিতে তার হার্টে রিং পরানো হয়।

চিকিৎসকদের মতে, তামিমের পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে অন্তত তিন মাস সময় লাগবে। আপাতত তাকে বাড়তি সতর্কতা মেনে চলতে হবে। তবে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পর উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হতে পারে তাকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও তামিমের চাচা আকরাম খান জানিয়েছেন, "তামিম বর্তমানে পর্যবেক্ষণে আছে। দুই-তিন দিন পর যদি শারীরিক অবস্থা স্বাভাবিক থাকে, তাহলে তাকে বাসায় নিয়ে আসা হবে। তবে আমরা চাই যত দ্রুত সম্ভব ওকে বিদেশে নিয়ে গিয়ে আরও ভালোভাবে পরীক্ষা করানো হোক, যাতে কোনো ধরনের দুশ্চিন্তা না থাকে।"

হৃদরোগে আক্রান্ত হওয়ার পরের মুহূর্তগুলো ছিল অত্যন্ত সংকটপূর্ণ। আকরাম খান বলেন, "আমাকে প্রথম যখন ফোন করে জানানো হলো, তখন বলা হয়েছিল তামিম আর নেই! এটা শুনে কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। পুরোটা সময় আতঙ্কে ছিলাম। তবে দ্রুত চিকিৎসা দেওয়ার কারণেই তামিম এখন সুস্থতার পথে।"

বাংলাদেশ ক্রিকেটের এই তারকার দ্রুত সুস্থতা কামনা করছেন তার ভক্ত-সমর্থকরা। এখন সবার অপেক্ষা, তামিম কবে আবার মাঠে ফিরতে পারবেন!