ঢাকা, মঙ্গলবার, জুন ২৪, ২০২৫ | ৯ আষাঢ় ১৪৩২
Logo
logo

ঘোড়াঘাটের মাঠে সবুজের রাজ্য: কৃষকের চোখে বাম্পার ফসলের স্বপ্ন


হিলি (দিনাজপুর) প্রতিনিধি   প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৫, ০৬:০৪ পিএম

ঘোড়াঘাটের মাঠে সবুজের রাজ্য: কৃষকের চোখে বাম্পার ফসলের স্বপ্ন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মাঠে মাঠে এখন শুধু সবুজের হাতছানি। ইরি বোরো ধানের চারা থেকে গজিয়ে উঠেছে সতেজ শীষ, যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে এই জনপদকে। কৃষকদের কঠোর পরিশ্রম আর অনুকূল আবহাওয়ার কল্যাণে এবার বাম্পার ফলনের আশা করছেন তারা।

স্থানীয় কৃষক আব্দুর রহিম বলেন, "এবার সময়মতো বৃষ্টি, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আর সঠিক সেচ ব্যবস্থা পেয়েছি। যদি শেষ পর্যন্ত ধানগাছে পোকা না লাগে, তাহলে প্রতি বিঘায় ২৫-৩০ মণ ধান পাবো।" ঘোড়াঘাটের মাটি দোআঁশ প্রকৃতির হওয়ায় ধানচাষে এখানকার কৃষকরা সবসময়ই এগিয়ে।

উপজেলা কৃষি অফিস জানায়, এবার ৯,১৩৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে, যার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৩,৩৪৫ মেট্রিক টন। কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান বলেন, "প্রায় ৬০% জমিতে ইতিমধ্যে শীষ বের হয়েছে। আবহাওয়া সহায়ক থাকলে রেকর্ড পরিমাণ ফলন হবে।"

প্রাকৃতিক সৌন্দর্য আর কৃষকের স্বপ্ন মিলে এই সবুজ মাঠ এখন সবার নজর কেড়েছে। শেষ পর্যন্ত শুধু ভালো ফলনই নয়, কৃষকের মুখে হাসি ফোটানোর প্রত্যাশা সবার।

#ঘোড়াঘাট #বোরো_ধান #কৃষি_সম্ভাবনা #সবুজ_বাংলাদেশ #ফসলের_মৌসুম