ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ | ৫ আশ্বিন ১৪৩২
Logo
logo

পরিবর্তন এলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাসে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ জুন, ২০২৫, ০৫:০৬ পিএম

পরিবর্তন এলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাসে


২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) পুনর্বিন্যাসিত সিলেবাস প্রকাশ করেছে। দশম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের এখন থেকেই নিয়মিত ও সুশৃঙ্খলভাবে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে শিক্ষা সংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞদের মতে, সঠিক সময়ে সিলেবাস সংগ্রহ করে নির্ধারিত পাঠ্যসূচি অনুযায়ী প্রস্তুতি শুরু করলে পরীক্ষার সময় কোনো বাড়তি চাপ পড়বে না। এ লক্ষ্যে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক পূর্ণ নম্বর, নির্ধারিত অধ্যায় এবং মূল্যায়ন কাঠামোসহ পূর্ণাঙ্গ সিলেবাস প্রকাশ করা হয়েছে।

এনসিটিবির নির্দেশনা অনুযায়ী, সিলেবাসে যেসব অধ্যায় পরীক্ষার জন্য প্রযোজ্য, সেগুলো চিহ্নিত করা হয়েছে। এর ফলে সময় ও পরিশ্রম বাঁচবে।