এনবিএস ডিজিটাল ডেস্ক প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৫, ০৯:০৭ এএম

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নারী বিশ্বকাপ ২০২৫-এর প্রস্তুতিমূলক ওয়ার্ম-আপ ম্যাচের সূচি ঘোষণা করেছে। ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের বেঙ্গালুরু ও শ্রীলঙ্কার কলম্বোয় মোট ৯টি প্রস্তুতিমূলক ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের মূল পর্ব শুরু হবে ৩০ সেপ্টেম্বর।
৮টি কোয়ালিফায়েড দল (অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ) এই ম্যাচগুলোতে অংশ নেবে। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া শুধুমাত্র একটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে, বাকি দলগুলো দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
ভেন্যু:
বেঙ্গালুরু: বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্স গ্রাউন্ড, এম. চিন্নাস্বামী স্টেডিয়াম
কলম্বো: আর. প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ড
ম্যাচ সূচি:
২৫ সেপ্টেম্বর:
ভারত বনাম ইংল্যান্ড (বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্স)
দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড (এম. চিন্নাস্বামী স্টেডিয়াম)
শ্রীলঙ্কা বনাম পাকিস্তান (কলম্বো ক্রিকেট ক্লাব)
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ‘এ’ (আর. প্রেমাদাসা স্টেডিয়াম)
২৭ সেপ্টেম্বর:
অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্স)
ভারত বনাম নিউজিল্যান্ড (এম. চিন্নাস্বামী স্টেডিয়াম)
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ (কলম্বো ক্রিকেট ক্লাব)
২৮ সেপ্টেম্বর:
দক্ষিণ আফ্রিকা বনাম ভারত ‘এ’ (বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্স)
পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ‘এ’ (কলম্বো ক্রিকেট ক্লাব)
এই ওয়ার্ম-আপ ম্যাচগুলোর মাধ্যমে দলগুলো টুর্নামেন্টের আগে পিচ ও আবহাওয়া বুঝে নেবে। বিশেষ করে ভারত ও শ্রীলঙ্কার ‘এ’ দলগুলোর অংশগ্রহণ মূল দলগুলোর জন্য চ্যালেঞ্জিং অনুশীলনের সুযোগ করে দেবে।
এদিকে, ১২৮ বছর পর ক্রিকেট আবার অলিম্পিকে ফিরছে। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের প্রাথমিক সূচি ঘোষণা করা হয়েছে। ১২ থেকে ২৯ জুলাই পর্যন্ত ফেয়ারগ্রাউন্ডস ক্রিকেট স্টেডিয়ামে (লস অ্যাঞ্জেলেস) গ্রুপ পর্ব ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
অলিম্পিক ক্রিকেট ফরম্যাট:
গ্রুপ পর্ব: ১২-১৮ জুলাই ও ২২-২৮ জুলাই
মেডেল ম্যাচ: ১৯ জুলাই (ব্রোঞ্জ) ও ২৯ জুলাই (ফাইনাল)
এই স্টেডিয়ামটি বিশেষভাবে অলিম্পিকের জন্য নির্মিত হচ্ছে, যা ক্রিকেট বিশ্বকে নতুন মাত্রা দেবে।
নারী বিশ্বকাপের মূল টুর্নামেন্টে ৮টি দল রাউন্ড-রবিন লিগে অংশ নেবে, যার শীর্ষ ৪ দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। অস্ট্রেলিয়া বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করছে।