ঢাকা, বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫ | ২৬ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

রণজিতে ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়া কম্বোজ এবার ভারতের টেস্ট দলে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৫, ০৬:০৭ পিএম

রণজিতে ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়া কম্বোজ এবার ভারতের টেস্ট দলে

২০২৪ সালে রঞ্জি ট্রফিতে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে নজির গড়েছিলেন হরিয়ানার পেসার অংশুল কম্বোজ। সেই তরুণ এখন টেস্ট ক্রিকেটে ভারতের জার্সিতে অভিষেক করছেন ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে।

রোহতকে ২০২৪ রঞ্জি ট্রফির এলিট গ্রুপ ‘সি’-র ম্যাচে কেরালার বিপক্ষে বল হাতে তাণ্ডব চালান ২৩ বছর বয়সি কম্বোজ। ম্যাচের প্রথম ইনিংসে কেরালার ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন তিনি।

৩০.১ ওভার বল করে মাত্র ৪৯ রান দিয়ে তুলে নেন পুরো ১০টি উইকেট। এক ইনিংসে এত উইকেট নেওয়া খুবই দুর্লভ ঘটনা, যা তাকে রঞ্জি ইতিহাসে অনন্য এক কীর্তিতে পৌঁছে দেয়।

সেই ইনিংসে তিনি বোল্ড করেন তিন ব্যাটারকে, পাঁচজনকে ক্যাচে আউট করান এবং একজনকে এলবিডব্লিউ করেন। কম্বোজের নাম তখন পুরো স্কোরকার্ডে ছেয়ে যায়।

যদিও ম্যাচটি ড্র হয়, কারণ ২৫৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে হরিয়ানা পৌঁছেছিল ৫২/২ স্কোরে, কিন্তু সময়ের অভাবে আর এগোতে পারেনি।

এই কীর্তির মাধ্যমে তিনি রঞ্জি ট্রফির ইতিহাসে মাত্র তৃতীয় বোলার যিনি এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন। এর আগে ১৯৫৭ সালে প্রেমনংশু চট্টোপাধ্যায় ও ১৯৮৫ সালে প্রদীপ সুন্দরম এই রেকর্ড গড়েছিলেন।

ভারতীয় ক্রিকেট ইতিহাসে এই কীর্তি গড়েছেন মোট ছয়জন। সাবাশ গুপ্তে, অনিল কুম্বলে এবং দেবাশিস মোহান্তি রয়েছেন এই তালিকায়, কম্বোজ এখন তাদেরই একজন।

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার পর ২০২৫ সালে তাকে ৩.৪ কোটি টাকায় দলে নেয় চেন্নাই সুপার কিংস। এই দলে থাকা অবস্থায় এমএস ধোনির নজরে পড়েন তিনি।

ধোনি বরাবরই তার সিম পজিশনের প্রশংসা করেছেন। ধোনির মতে, বল সুইং না করলেও কম্বোজ সিম মুভমেন্ট দিয়ে ব্যাটারদের বিভ্রান্ত করেন।

এক ম্যাচ শেষে ধোনি বলেন, “কম্বোজের বল গতি অনুযায়ী নয়, বরং বেশি জোরে লাগে। ওর সিম মুভমেন্ট দুর্দান্ত।”

এই পারফরম্যান্স ও ধারাবাহিকতা তাঁকে নিয়ে এসেছে টেস্ট দলে। ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টে চোট পাওয়া আকাশ দীপের পরিবর্তে খেলছেন অংশুল কম্বোজ।

কম্বোজের কোচ সতীশ রানা বলেন, তিনি অস্ট্রেলিয়ার কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার বড় ভক্ত। ম্যাকগ্রার উইকেট নেওয়া ভিডিও বারবার দেখে নিজে শিখতে চেষ্টা করেন।

এনসিএতে ম্যাকগ্রার সঙ্গে দেখা করাও ছিল তার জীবনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। সেটাই তার বোলিংয়ের ধরণ ও দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়।

এখন দেখার বিষয়, লাল বল হাতে গ্লেন ম্যাকগ্রার আদর্শে গড়া এই তরুণ কতটা সফল হতে পারেন ওল্ড ট্র্যাফোর্ডের টেস্টে। তার পথচলার নতুন অধ্যায় শুরু হলো বড় মঞ্চে।