ঢাকা, বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫ | ২৬ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

সাড়ে আট লাখ বছর আগেও মানুষ নরখাদক ছিল! শিশুর মাংস খাওয়ার চাঞ্চল্যকর প্রমাণ মিলল


এনবিএস ডিজিটাল ডেস্ক     প্রকাশিত:  ০৮ আগস্ট, ২০২৫, ১২:০৮ এএম

সাড়ে আট লাখ বছর আগেও মানুষ নরখাদক ছিল! শিশুর মাংস খাওয়ার চাঞ্চল্যকর প্রমাণ মিলল

প্রায় সাড়ে আট লাখ বছর আগে মানুষ নরখাদক ছিল—এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে স্পেনের একটি গুহা থেকে পাওয়া প্রাগৈতিহাসিক মানবশিশুর হাড় পরীক্ষা করে। গবেষকরা নিশ্চিত করেছেন, সেই সময় দুই থেকে চার বছরের শিশুদের মাংস খাওয়ার প্রথা ছিল। এমনকি স্বাভাবিক মৃত্যুর পরও নরখাদকরা শিশুর মাংস ভক্ষণ করত, যা পরিবারের বাইরের লোক নয়, বরং নিকটাত্মীয়রাও করত।

স্পেনের উত্তরে আতাপুয়েরকার গ্র্যান ডোলিনা গুহা থেকে উদ্ধার হওয়া শিশুর ঘাড়ের হাড় বিশ্লেষণ করে জানা গেছে, সেখানে ধারালো অস্ত্র দিয়ে কসাইয়ের মতো মুন্ডু কাটা হয়েছিল। ৩০ বছরের খননকাজ ও গবেষণার পর এই তথ্য এসেছে ক্যাটালান ইনস্টিটিউট অফ হিউম্যান পেলিওইকোলজি অ্যান্ড সোশাল এভোলিউশনের (আইপিএইচইএস) পুরাতাত্ত্বিক ও নৃতাত্ত্বিকদের কাছ থেকে।

গবেষকরা জানান, এই শিশুটি হোমোঅ্যান্টিসেসর প্রজাতির ছিল। হোমোঅ্যান্টিসেসর হলো আধুনিক মানুষ (হোমোসেপিয়েন্স) ও নিয়ানডার্থালের মধ্যে থাকা একটি বিবর্তনকারী মানবপ্রজাতি, যারা প্রায় ১০ লাখ থেকে ৮ লাখ বছর আগে পৃথিবীতে বসবাস করত।

শিশুর হাড় ছাড়াও ওই গুহা থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি প্রাপ্তবয়স্ক মানবদেহের হাড় ও দাঁত, যেখানে কসাইয়ের মতো মুন্ডু কাটা ও মাংস খাওয়ার দাগ পাওয়া গেছে। এর মানে হচ্ছে, তখনকার মানুষ সুযোগ পেলে মৃত প্রাপ্তবয়স্কর দেহও খেত।

প্রাচীন মানুষেরা সাধারণত শিকার করে কাঁচা বা আগুনে ঝলসানো মাংস খেত। কিন্তু এই আবিষ্কার শিহরিত করার মতো কারণ এটি প্রমাণ করে, তারা শুধুমাত্র বন্যপ্রাণী নয়, নিজেদের প্রজাতিকেও খেত।

গ্র্যান ডোলিনা খননকাজের কো-ডিরেক্টর ডঃ পালমিরা সালাদি বলেন, “নরখাদকের এই কাজটি যেমন ভয়াবহ, তেমনই গবেষণার জন্য গুরুত্বপূর্ণ। মুন্ডু কাটার ওই কাট মার্কগুলো নরখাদক প্রথার সুস্পষ্ট প্রমাণ।”