ঢাকা, রবিবার, অক্টোবর ২৬, ২০২৫ | ১০ কার্তিক ১৪৩২
Logo
logo

আফ্রিকায় ব্রিটিশ সেনাদের বর্বরতা! নারীদের ওপর যৌন নির্যাতন ও আইনভঙ্গের চাঞ্চল্যকর তথ্য


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ আগস্ট, ২০২৫, ০৮:০৮ পিএম

আফ্রিকায় ব্রিটিশ সেনাদের বর্বরতা! নারীদের ওপর যৌন নির্যাতন ও আইনভঙ্গের চাঞ্চল্যকর তথ্য

আফ্রিকার বিভিন্ন দেশে অবস্থানরত ব্রিটিশ সেনারা স্থানীয় নারীদের ওপর ভয়াবহ যৌন নির্যাতন ও শারীরিক অত্যাচার চালাচ্ছে। অর্থের বিনিময়ে যৌন সম্পর্ক, ধর্ষণ এবং নির্যাতনের অভিযোগ উঠে এসেছে যুক্তরাজ্যের সামরিক বাহিনীর অভ্যন্তরীণ তদন্তে, যা সরাসরি আইন লঙ্ঘন।

কেনিয়ার নানিউকিতে ঘটছে অপকর্ম

রাশিয়ার এক গণমাধ্যম জানিয়েছে, কেনিয়ার একটি সামরিক ঘাঁটিতে ব্রিটিশ সেনারা এখনো অর্থের বিনিময়ে যৌন সেবা গ্রহণ করছে। দুই বছরের তদন্তে জানা গেছে, নানিউকিতে ব্রিটিশ আর্মি ট্রেনিং ইউনিটে এই সব অপরাধ হচ্ছে।

২০২২ সালে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিদেশে অবস্থানরত সেনাদের যৌন সেবা বিনিময়ে অর্থ নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করে। কিন্তু অভিযোগের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় আবারও তদন্ত শুরু করা হয়।

পুরনো ও নতুন ঘটনার ছায়া

এ ধরনের ঘটনা নতুন নয়। ২০১২ সালে ২১ বছর বয়সী অ্যাগনেস ওয়ানজিরুর হত্যাকাণ্ড আন্তর্জাতিকভাবে তোলপাড় ফেলে—ব্রিটিশ সেনাদের সঙ্গে পার্টির পর তিনি নিখোঁজ হন এবং পরে তার বিকৃত মরদেহ ঘাঁটির কাছের হোটেলের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হয়।

গত জুনে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কেনিয়ায় এক সেনা সদস্যকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এবং তাকে যুক্তরাজ্যে ফেরত পাঠিয়ে মামলা করা হয়েছে।

ব্রিটিশ সেনাপ্রধানের প্রতিক্রিয়া

সেনাপ্রধান জেনারেল রোলি ওয়াকার বলেছেন, “এ ধরনের ঘটনা কখনও চলতে পারে না। সেনাবাহিনী সর্বোচ্চ নৈতিক মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। যৌন শোষণ ও নির্যাতনের কোনো স্থান সেনাবাহিনীতে নেই। এটি ব্রিটিশ সেনার নীতির সম্পূর্ণ বিপরীত।”

এদিকে, কেনিয়ায় ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে আরও একটি আলাদা তদন্ত এখনো চলমান।