এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৫, ০৫:০৮ পিএম

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বাংলাদেশবিরোধী কার্যক্রম চালাচ্ছে—এমন অভিযোগে প্রেস বিবৃতি জারি করেছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তবে বুধবার নয়া দিল্লি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গণমাধ্যমকে জানিয়েছেন, “ভারতে আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো বাংলাদেশবিরোধী বা ভারতীয় আইনের পরিপন্থী কার্যকলাপের তথ্য সরকারের কাছে নেই। ভারত সরকার অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপের অনুমতি দেয় না। তাই বাংলাদেশের প্রেস বিবৃতি সঠিক নয়।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট নিশ্চিত করতে যত তাড়াতাড়ি সম্ভব অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে—ভারত সেই প্রত্যাশা পুনর্ব্যক্ত করছে।”
সংক্ষেপে, ঢাকার অভিযোগে ভারতের কোনো সমর্থন নেই এবং ভারত সীমার মধ্যে শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ার প্রতি গুরুত্ব দিতে চায়।