এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের এক অবিশ্বাস্য কাণ্ডে, শিবম উজ্জ্বল নামে এক স্বামী স্ত্রীকে জোরপূর্বক ব্যায়াম করাচ্ছেন। স্বামীর অভিযোগ, তার স্ত্রী শানু নোরা ফাতেহির মতো ফিটনেসের অধিকারী নন।
শিবম ইন্টারনেটে বিভিন্ন নারীদের ভিডিও দেখার নেশায় ছিলেন। বিশেষ করে বলিউডের নোরা ফাতেহি ছিলেন তার প্রিয়। স্ত্রীর ফিটনেস নোরার মতো না হওয়ায় তিনি হীনমন্যতায় ভুগতেন। এরই মধ্যে সিদ্ধান্ত নেন, স্ত্রীকে ব্যায়াম করিয়ে নোরার মতো ফিটনেসে উন্নীত করবেন। অভিযোগ উঠেছে, দ্রুত ফল পেতে তাকে উপোসও করানো হতো।
শিবম দৈনিক তিন ঘণ্টা করে জোরপূর্বক ব্যায়াম করাতেন। কোনো দিন ব্যায়াম না করলে খাবারও দেওয়া হতো না। শানু অথবা শানভি অভিযোগ করেছেন, স্বামী তার ফিটনেস নিয়ে কখনো খুশি ছিলেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত অশ্লীল ভিডিও দেখে শানুর ওপর মানসিক অত্যাচারও করতেন।
শ্বশুরবাড়ির লোকজনও স্বামীর এই চাহিদায় সায় দিতেন। স্ত্রী ঠিকভাবে ব্যায়াম করছে কি না, তারা তদারকাও করতেন। শানু অভিযোগ করেছেন, শ্বশুর-শাশুড়ির কাছ থেকেও শারীরিক ও মানসিক অত্যাচার করা হতো।
শানু বলেন, “বডি শেমিং করতেন শিবম। আমার গড়পড়তা উচ্চতা এবং ফর্সা ত্বক থাকা সত্ত্বেও আমাকে কুৎসিত বলে অপমান করতেন। সবাই আমাকে যাচ্ছেতাই বলতেন।”
এরই মধ্যে শানু গর্ভবতী হন, কিন্তু স্বামী ও তার পরিবার তা মেনে নেননি। গর্ভাবস্থাতেও তার ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে। এমনকি যদি গর্ভপাত হয়, দায়ও চাপানো হতো শানুর ওপর।
সব মিলিয়ে, গত ১৪ আগস্ট শানু থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ আছে: মানসিক, শারীরিক ও আবেগজনিত নির্যাতন, যৌতুক দাবি, জোরপূর্বক গর্ভপাত, ব্ল্যাকমেল ও তালাকের হুমকি। বর্তমানে তিনি বাবার বাড়িতে আছেন।
পুলিশ অভিযোগের তদন্ত করছে। ঘটনা সত্য প্রমাণিত হলে স্বামী ও পরিবারের সদস্যরা বিচারের মুখোমুখি হবেন।