ঢাকা, শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ | ১০ কার্তিক ১৪৩২
Logo
logo

মোদির অবসরের গুঞ্জন! ৭৫ বছরে কি ছাড়বেন প্রধানমন্ত্রী পদ? আরএসএস প্রধান মোহন ভাগবতের স্পষ্ট জবাব ঘিরে তুঙ্গে বিতর্ক


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

মোদির অবসরের গুঞ্জন! ৭৫ বছরে কি ছাড়বেন প্রধানমন্ত্রী পদ? আরএসএস প্রধান মোহন ভাগবতের স্পষ্ট জবাব ঘিরে তুঙ্গে বিতর্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৭ সেপ্টেম্বর ৭৫ বছরে পা দেবেন। তারপর কি তিনি রাজনীতি থেকে অবসর নেবেন? প্রধানমন্ত্রী পদ ছাড়বেন? এই প্রশ্ন কয়েক বছর ধরেই রাজনৈতিক মহলে ঘুরে বেড়াচ্ছে। বিরোধীদের মুখেও শোনা গিয়েছে এমন দাবি। তবে এবার সরাসরি জবাব দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবত। তাঁর স্পষ্ট বক্তব্য—“৭৫ বছর বয়সে অবসর নেব, এটা আমি কখনও বলিনি।”

আরএসএসের শতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে তিনি বলেন, “আমি কখনওই বলিনি আমি অবসর নেব, কিংবা কেউ ৭৫ বছর হলেই সরে দাঁড়াবে। আমরা সবাই সংঘের স্বয়ংসেবক। যেটা কাজ দেয়া হবে, সেটা করতে হবে—চাই বা না চাই।” নাম না নিলেও স্পষ্ট বোঝা যায়, মোদির অবসরের প্রসঙ্গেই তিনি এ কথা বলেছেন।

এসময় ভাগবত নিজের বিষয়েও উদাহরণ দেন। তিনি বলেন, “সংঘ চাইলে আমি ৮০ বছর বয়সেও আরএসএস প্রধান হিসেবে দায়িত্ব পালন করব।”

প্রধানমন্ত্রী মোদি ৭৫ বছর পূর্ণ করলে অবসর নেবেন কি না—এই প্রশ্নে বরাবরই বিজেপি নেতারা না বলেছেন। উদাহরণ হিসেবে তারা দেখিয়েছেন, ৮০ বছর বয়সেও জিতন রাম মাঝি মন্ত্রীত্ব করছেন।

তবে বিরোধীরা মনে করিয়ে দিয়েছেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে অমিত শাহ-ই বলেছিলেন—৭৫ বছর পার হলে কাউকে আর প্রার্থী করা হবে না। সেই বক্তব্যকে হাতিয়ার করেই অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, “মোদি আগামী বছর অবসর নেবেন। আসলে তিনি অমিত শাহকে প্রধানমন্ত্রী করার জন্য ভোট চাইছেন।”

যদিও পরে অমিত শাহ নিজের বক্তব্য পরিষ্কার করে জানান—সংবিধান বা বিজেপির ভেতরে এমন কোনও নিয়ম নেই। তবে বিতর্ককে আরও জিইয়ে দেন মোহন ভাগবতই। গত জুলাইয়ে নাগপুরের এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, “৭৫ বছরে যখন কেউ আপনাকে উৎসাহের সঙ্গে অভিনন্দন জানাতে আসবে, তখনই বুঝবেন, এবার অন্যের জন্য জায়গা ছেড়ে দেওয়ার সময় এসেছে।”

তবে এবারের বক্তব্যে সেই জল্পনায় পুরোপুরি জল ঢেলে দিলেন সংঘ প্রধান। ফলে মোদি আদৌ অবসর নেবেন কি না, তা এখনো রাজনৈতিক মহলে সবচেয়ে বড় কৌতূহল হয়ে রয়েছে।