এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

ভারতের উত্তরপ্রদেশের কানপুরে গুগল ম্যাপসের জরিপ টিমের ওপর ডাকাত সন্দেহে গ্রামবাসী গণপিটুনি দিয়েছেন। বৃহস্পতিবার রাতে ঘটনার সময় টিমটি রাস্তার ছবি ও মানচিত্র হালনাগাদ করতে গ্রামে গিয়ে কাজ করছিল। স্থানীয়রা গাড়িতে লাগানো ক্যামেরা দেখে সন্দেহ প্রকাশ করে, যা তাড়াতাড়ি উত্তেজনায় রূপ নেয়।
পুলিশ জানিয়েছে, গ্রামবাসীরা টিমকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং একপর্যায়ে মারধরও করে। খবর পেয়ে পুলিশ এসে সদস্যদের উদ্ধার করে। পরে উভয় পক্ষ থানায় নিয়ে গিয়ে বিষয়টি স্পষ্ট করা হয়। গুগল টিম নিশ্চিত করেছে তারা কোনো অপরাধী নয়, বরং গ্রামটির সঠিক মানচিত্র তৈরি করছিল।
এক সদস্য বলেন, “পুলিশের অনুমতি নিয়ে আমরা জরিপে এসেছিলাম, কিন্তু ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটনা ঘটেছে।” গ্রামবাসীর যুক্তি, সাম্প্রতিক চুরি ও ডাকাতির ঘটনায় তারা সতর্ক ছিলেন। তবে গুগল টিমের পক্ষ থেকে কোনো মামলা দায়ের হয়নি।
কানপুর পুলিশ আরও জানিয়েছে, “ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে এবং পুলিশ মোতায়েন আছে।”