ঢাকা, রবিবার, অক্টোবর ২৬, ২০২৫ | ১০ কার্তিক ১৪৩২
Logo
logo

আসামে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর ঘোষণা, মুখ্যমন্ত্রীর নতুন কড়া পদক্ষেপে বাড়ছে উত্তেজনা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩১ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

আসামে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর ঘোষণা, মুখ্যমন্ত্রীর নতুন কড়া পদক্ষেপে বাড়ছে উত্তেজনা

আসামে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার গুয়াহাটিতে সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে বলেন, সীমান্তে ধরা পড়া লোকদের ফেরত পাঠানোতেই অভিযান থামবে না। ১৯৭১ সালের পর থেকে যারা বেআইনিভাবে আসামে বসবাস করছে, তাদেরও চিহ্নিত করে ফেরত পাঠানো হবে।

মুখ্যমন্ত্রী জানান, “আইন আমাদের সেই ক্ষমতা দিয়েছে এবং আমরা তা কার্যকর করছি।” গত এক বছরে সীমান্তে ফেরত পাঠানো হয়েছে প্রায় ৪০০ অনুপ্রবেশকারীকে, যাদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গার সংখ্যা বেশি। তিনি আরও বলেন, অভিযান চলবে এবং আরও জোরদার হবে। সীমান্তে নজরদারির পাশাপাশি আসামের বিভিন্ন জেলায়ও তল্লাশি শুরু হয়েছে।

এই ঘোষণা আসামের দীর্ঘদিনের অনুপ্রবেশ বিতর্ককে নতুন করে উসকে দিয়েছে। রাজনৈতিক মহল বলছে, এনআরসি প্রক্রিয়ার পর অনেক মানুষ নাগরিক তালিকার বাইরে থেকে গেছেন। এখন মুখ্যমন্ত্রীর ঘোষণা তাঁদের উদ্বেগ আরও বাড়িয়ে দিচ্ছে। বিশ্লেষকদের মতে, এটি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং রাজনৈতিক বার্তাও।

স্থানীয় এক সংগঠনের কর্মী অভিযোগ করে বলেন, “আমরা বহু বছর ধরে এখানে বসবাস করছি। এখন কাগজপত্র না থাকলেই আমাদের অবৈধ বলা হচ্ছে!” মানবাধিকারকর্মীরাও আশঙ্কা করছেন, এ ধরনের পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে পারে।

অন্যদিকে বিরোধী দল দাবি করেছে, এ ধরনের ঘোষণা আসলে নির্বাচনের আগে জনমত টানার কৌশল। সরকারের বক্তব্য, সবই হচ্ছে আইন অনুযায়ী। ফলে আসামের সামাজিক ও রাজনৈতিক আবহে অনুপ্রবেশ প্রশ্নটি আবারও তীব্র আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।