ঢাকা, শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ | ৯ কার্তিক ১৪৩২
Logo
logo

লন্ডনের রাস্তায় ভারতীয় ছাত্রীর চাঞ্চল্যকর কাণ্ড, গাড়ির কাচ মুছে ২০ পাউন্ড দাবিতে ভাইরাল ভিডিও!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩১ আগস্ট, ২০২৫, ০৮:০৮ পিএম

লন্ডনের রাস্তায় ভারতীয় ছাত্রীর চাঞ্চল্যকর কাণ্ড, গাড়ির কাচ মুছে ২০ পাউন্ড দাবিতে ভাইরাল ভিডিও!

লন্ডনের বার্মিংহামে এক ভারতীয় শিক্ষার্থীর অদ্ভুত আচরণ এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, অনুমতি ছাড়াই গাড়ির কাচ মুছতে শুরু করেন এক তরুণী। কাজ শেষ হতেই তিনি গাড়ির মালিকের কাছে ২০ পাউন্ড (প্রায় ২,৩০০ টাকা) দাবি করেন। এ নিয়েই শুরু হয় মালিক ও তরুণীর মধ্যে তর্কাতর্কি।

ভিডিওর শুরুতে দেখা যায়, তরুণী গাড়ির জানালায় নক করছেন। কাচ নামাতেই তিনি বলেন, “স্যার, ২০ পাউন্ড দিন।” হতবাক মালিক জিজ্ঞেস করেন, “কিসের জন্য?” জবাবে তরুণী জানান, “আমি আপনার কাচ পরিষ্কার করলাম।”

এতে মালিক ক্ষুব্ধ হয়ে বলেন, “আপনি তো সামান্য মুছলেন, এর জন্য ২০ পাউন্ড? আমি তো আপনাকে বলিনি কাচ পরিষ্কার করতে!” কিন্তু তরুণীর যুক্তি, “এটাই তো জীবনযাত্রার খরচ।”

পরিস্থিতি আরও জটিল হয় যখন তিনি গাড়ির সামনে দাঁড়িয়ে মালিককে হুঁশিয়ারি দেন, “আপনি যেতে চাইলে আমাকে ধাক্কা মেরে যেতে হবে।” এতে মালিক ক্ষিপ্ত হয়ে তাকে ‘ডাকাত’ বলে সম্বোধন করেন। তবে তরুণী তখনও বারবার ২০ পাউন্ড দাবি করে যাচ্ছিলেন।

ভিডিওটি ইনস্টাগ্রামে প্রকাশ হতেই মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে। শুধু ‘thelasthournews’ নামের একটি পেজেই এটি দেখা হয়েছে ২১ লাখ বারের বেশি। নেটিজেনরা বিভক্ত মত দিচ্ছেন— কেউ সমালোচনা করছেন তরুণীর আচরণ, আবার কেউ বলছেন, ঘটনাটি আসলে সাজানো।

মন্তব্যে অনেকে উল্লেখ করেছেন, এর আগে একই তরুণী ও গাড়ির মালিককে ভিন্ন ঘটনায় দেখা গেছে। তাই অনেকেই মনে করছেন এটি হয়তো বিনোদনের উদ্দেশ্যে বানানো ভিডিও। একজন লিখেছেন, “এটাই তো আগের সেই গাড়ি-সাইকেলের ঘটনার মেয়েটি। এই দম্পতির আরও কয়েকটি ভিডিও আমি দেখেছি।” আরেকজন মন্তব্য করেন, “এটি তার দ্বিতীয় ভিডিও। আগেও একই পুরুষ কণ্ঠ শোনা গিয়েছিল। সবই মনে হচ্ছে পরিকল্পিত।”

ঘটনা বাস্তব না সাজানো— তা নিয়ে বিতর্ক চলছেই। তবে এর পাশাপাশি যুক্তরাজ্যের ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় নিয়েও অনেকে আলোচনায় এনেছেন এই ভিডিওকে।