ঢাকা, শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ | ১০ কার্তিক ১৪৩২
Logo
logo

হিন্দু-মুসলিম ঐক্য ছাড়া শান্তি অসম্ভব! দিল্লির জমিয়তে উলামায়ে হিন্দ সম্মেলনে বিস্ফোরক বক্তব্য মাওলানা আরশাদ মাদানির


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৯ এএম

হিন্দু-মুসলিম ঐক্য ছাড়া শান্তি অসম্ভব! দিল্লির জমিয়তে উলামায়ে হিন্দ সম্মেলনে বিস্ফোরক বক্তব্য মাওলানা আরশাদ মাদানির

ভারতে শান্তি, উন্নয়ন আর সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে হিন্দু-মুসলিম ঐক্যকে সবচেয়ে বড় শর্ত হিসেবে তুলে ধরলেন বরেণ্য আলেম ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি। তাঁর মতে, সাম্প্রদায়িকতা শুধু দেশকে পিছিয়ে দেয়, এগিয়ে নিতে পারে না।

রবিবার (৩১ আগস্ট) দিল্লিতে অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে হিন্দের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাদানি সরাসরি বলেন, “ভারতের উন্নয়ন ও শান্তির জন্য হিন্দু-মুসলিম ঐক্য অপরিহার্য।”

তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বিশেষভাবে আসামের মুখ্যমন্ত্রীর সাম্প্রদায়িক মনোভাবের তীব্র সমালোচনা করেন। মাদানির অভিযোগ, আসামের মুসলমানরা আজ নানা ধরনের নিপীড়নের শিকার—কখনো নাগরিকত্ব বাতিলের চেষ্টা, আবার কখনো বুলডোজারের আঘাতে ঘরবাড়ি ভেঙে ফেলা। তবে জমিয়ত এসব অন্যায়ের বিরুদ্ধে আদালতে লড়াই চালাচ্ছে এবং ইতোমধ্যেই কিছু সাফল্যও পেয়েছে।

বর্ষীয়ান এই আলেম আরও স্পষ্ট করে বলেন, ভারতের মুসলমানরা কোনো বাইরের জাতি নয়। তাদের পূর্বপুরুষরাই এখানকার, আর এখানেই ইসলাম গ্রহণ করেছেন। তাই দেশের নাগরিক হিসেবে তাঁদের অধিকার কেউ অস্বীকার করতে পারে না।

সভায় সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ মুসলিম কাসেমী এবং পরিচালনা করেন মুফতি আবদুর রাজ্জাক মাজাহেরী। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ সভায় দিল্লির বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক আলেম, ইমাম, মাদরাসা প্রতিনিধি এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শেষ হয় মাওলানা মাদানির বিশেষ দোয়ার মাধ্যমে।

উল্লেখ্য, জমিয়তে উলামায়ে হিন্দ ভারতীয় মুসলমানদের সবচেয়ে পুরোনো ও বৃহৎ প্ল্যাটফর্ম। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকেই এর যাত্রা শুরু হয়। উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে সংগঠনটির অবদান ইতিহাসের পাতায় উজ্জ্বলভাবে লেখা রয়েছে।