ঢাকা, রবিবার, অক্টোবর ২৬, ২০২৫ | ১০ কার্তিক ১৪৩২
Logo
logo

rumpIsDead গুজবে তোলপাড় মার্কিন রাজনীতি, ট্রাম্পের জবাব: “জীবনের সেরা সময় কাটাচ্ছি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৯ এএম

rumpIsDead গুজবে তোলপাড় মার্কিন রাজনীতি, ট্রাম্পের জবাব: “জীবনের সেরা সময় কাটাচ্ছি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে আবারও উঠল মৃত্যুর গুজব। সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ TrumpIsDead ঘুরে বেড়াতে শুরু করলে রীতিমতো তোলপাড় পড়ে যায়। তবে গুজব থামাতে স্বয়ং ট্রাম্পই মাঠে নামলেন। নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করে তিনি লিখলেন—“জীবনে কখনো এত ভালো বোধ করিনি, জীবনের সেরা সময় কাটাচ্ছি।”

এই প্রতিক্রিয়া আসে এক রক্ষণশীল ভাষ্যকার ডিসি ড্রেইনোর পোস্টের জবাবে। ওই পোস্টে বলা হয়েছিল, বাইডেন কয়েক দিন জনসমক্ষে না এলেও সংবাদমাধ্যম তাঁকে সুস্থ দাবি করে, অথচ ট্রাম্প ২৪ ঘণ্টা আড়াল হলে হইচই শুরু হয়। এর জবাবে ট্রাম্প সংক্ষিপ্ত কিন্তু জোরালো বার্তা দেন।

এমন গুজব ট্রাম্পকে ঘিরে নতুন কিছু নয়। গত সপ্তাহে হোয়াইট হাউসের ফাঁকা সময়সূচি প্রকাশের পর জল্পনা আরও বেড়ে যায়। এরপর যখন ট্রাম্প গলফ খেলার ছবি শেয়ার করেন, অনেকেই সেটাকেও ভুয়া বলে দাবি করেন।

গুজবের আগুন আরও ছড়ায় যখন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স মন্তব্য করেন, “ভয়াবহ বিপর্যয় হলে” তিনি দায়িত্ব নিতে প্রস্তুত। যদিও তিনি স্পষ্ট করে জানান, ট্রাম্প একেবারেই সুস্থ এবং উদ্যমী। তাঁর কথায়, ট্রাম্পই রাতে সর্বশেষ ফোন করেন এবং সকালে সবার আগে যোগাযোগ করেন।

ট্রাম্পের মৃত্যু নিয়ে গুজব এর আগেও ছড়িয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে ট্রাম্প জুনিয়রের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে ঘোষণা দেওয়া হয়েছিল যে তাঁর বাবা মারা গেছেন। পরে ট্রাম্প নিজেই জীবিত থাকার খবর নিশ্চিত করেন।

গুজবকে আরও উসকে দেয় দ্য সিম্পসন্স নির্মাতা ম্যাট গ্রোয়েনিংয়ের একটি মন্তব্য। তিনি বলেন, সিরিজটি চলবে “যত দিন না কেউ মারা যায়।” এরপর রহস্যময়ভাবে যোগ করেন—“যখন জানবেন কে মারা যাবে, তখন নাচ শুরু হবে।” শোয়ের ভবিষ্যদ্বাণী আগেও সত্যি হওয়ায় এটি আলোচনায় নতুন মাত্রা যোগ করে।

এরই মধ্যে ট্রাম্পের শারীরিক অবস্থান নিয়েও নানা প্রশ্ন উঠছে। এ বছরের শুরুতে তাঁর হাতে বড় কালশিটে দাগ দেখা যায়। পরে তালুতেও নতুন দাগ দেখা দেয়। অনেকে বলছেন, এগুলো মেকআপ দিয়ে ঢাকার চেষ্টা করা হয়েছে।

হোয়াইট হাউস জানায়, এসব আঘাত হাত মেলানো ও রক্ত পাতলা করার ওষুধ অ্যাসপিরিনের কারণে স্বাভাবিকভাবেই হতে পারে। সরকারি চিকিৎসক ড. শন বারবায়েলা নিশ্চিত করেছেন, প্রেসিডেন্ট হৃদ্‌রোগ প্রতিরোধে নিয়মিত অ্যাসপিরিন সেবন করেন।

এছাড়া ট্রাম্পের পা ফোলার ছবিও ভাইরাল হয়েছে। জুলাইয়ে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে জানায়, ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি নামের শিরার সমস্যায় ভুগছেন, যার কারণে এ ধরনের ফোলা দেখা যায়।

সব মিলিয়ে #TrumpIsDead ট্রেন্ড সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেও ট্রাম্পের ভাষায়—“আমি আছি, ভালো আছি, আর জীবনের সেরা সময় কাটাচ্ছি।”