ঢাকা, রবিবার, অক্টোবর ২৬, ২০২৫ | ১০ কার্তিক ১৪৩২
Logo
logo

রাজ্যে রাজ্যে বন্দিশিবির, কিন্তু বাংলাদেশি হিন্দুরা কাগজ ছাড়াই থাকতে পারবেন ভারতে!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৯ পিএম

রাজ্যে রাজ্যে বন্দিশিবির, কিন্তু বাংলাদেশি হিন্দুরা কাগজ ছাড়াই থাকতে পারবেন ভারতে!

ভারতে অবৈধভাবে ঢুকে পড়া বিদেশিদের জন্য তৈরি হচ্ছে রাজ্যে রাজ্যে ‘ডিটেনশন ক্যাম্প’ বা বন্দিশিবির। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে সব রাজ্যকে নির্দেশনা পাঠিয়েছে।

সংসদের গত বাজেট অধিবেশনে অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইন পাস হয়। ১ সেপ্টেম্বর থেকে সেই আইন কার্যকর হয়েছে। এতে স্পষ্ট বলা আছে—কোনো বিদেশি বৈধ নথি ছাড়া ধরা পড়লে বা ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবৈধভাবে থেকে গেলে তাকে আটক করা হবে। নিজের দেশে ফেরত পাঠানোর আগে পর্যন্ত তাকে এই বন্দিশিবিরেই থাকতে হবে। সংবাদ সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে।

তবে এর পাশাপাশি কেন্দ্রীয় সরকার বড় ধরনের ছাড় দিয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অমুসলিম সংখ্যালঘুদের জন্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—ধর্মীয় নিপীড়নের কারণে যদি হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ বা পার্সিরা ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে এসে থাকেন, তবে তাদের কোনো বৈধ কাগজপত্র না থাকলেও দেশে ফেরত পাঠানো হবে না। বরং শরণার্থীর মর্যাদা দিয়ে ভারতে বসবাসের সুযোগ দেওয়া হবে।

অর্থাৎ, বিশেষ করে বাংলাদেশ থেকে যেসব অমুসলিম পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা বা মেঘালয়ে চলে এসেছেন, তাদের কাগজপত্র না থাকলেও দেশে ফেরত পাঠানো হবে না। পরবর্তীতে নাগরিকত্ব পেতেও তাদের আর সমস্যা হবে না।
কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা শরণার্থীর সংখ্যা খুবই কম। সবচেয়ে বেশি শরণার্থী ভারতে প্রবেশ করেছে বাংলাদেশ থেকেই।