এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৯ পিএম
চ্যাম্পিয়ন্স লিগ মানেই উত্তেজনা, আর মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে দর্শকরা পেলেন এক দুর্দান্ত রোমাঞ্চ। শেষ মুহূর্তে জুভেন্টাসের জোড়া গোল ডর্টমুন্ডের জয় কেড়ে নিল, ম্যাচ শেষ হলো ৪-৪ গোলে ড্রয়ে।
প্রথমার্ধে কোনো গোল হয়নি। তবে বিরতির পর খেলা জমে ওঠে। ৫২তম মিনিটে করিম আদেইমির শটে লিড নেয় বরুশিয়া। দশ মিনিট পর জুভেন্টাসকে সমতায় ফেরান ২০ বছরের তুর্কি ফরোয়ার্ড কেনান ইলদিজ।
এরপর মাত্র চার মিনিটে দু’দল করল দুই গোল। ৬৫ মিনিটে ফেলিক্স মেচার দারুণ শটে আবার এগিয়ে যায় ডর্টমুন্ড। কিন্তু এক মিনিটের মধ্যেই ভ্লাহোভিচের গোলে জুভেন্টাস ফিরে আসে সমতায়।
৭৪ মিনিটে ইয়ান কৌতো প্রতিপক্ষের কাছ থেকে বল কেটে গোল করেন, আর ৮৬ মিনিটে পেনাল্টি থেকে রামি বেনসেবেইনি ব্যবধান বাড়ান ৪-২ এ। তখন মনে হচ্ছিল জয় নিশ্চিত ডর্টমুন্ডের।
কিন্তু যোগ করা সময়েই সব ওলটপালট। ৯৪ মিনিটে ভ্লাহোভিচ কাছ থেকে গোল করেন। এরপর ৯৬ মিনিটে তাঁর ক্রসে কেলির হেডে বল জালে জড়িয়ে যায়। ফলে রুদ্ধশ্বাস লড়াই শেষে ম্যাচের ফল দাঁড়ায় ৪-৪।