এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ পিএম
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে ছিল বাঁচা-মরার লড়াই। হেরে গেলে বিদায়, জিতলে সুপার ফোরের আশা। মঙ্গলবার সেই চাপের ম্যাচে ৮ রানে দারুণ জয় পেয়েছে লিটন দাসের দল। তবে জয়টা একেবারেই সহজ ছিল না, লড়াই করতে হয়েছে শেষ বল পর্যন্ত।
বিশেষ করে আফগানিস্তানের ইনিংসের শেষ দিকে নাসুম আহমেদ আর মুস্তাফিজুর রহমান যেভাবে বল করেছেন, তাতে বিস্মিত ক্রিকেট দুনিয়া। প্রশংসা করতে ভোলেননি পাকিস্তানের সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা।
ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন,
“মাস্ট উইন ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট খেলেছে। এ ধরনের ম্যাচে চাপ অন্য রকম হয়। কিন্তু এই চাপই আসলে কাজে লেগেছে। মুস্তাফিজুর রহমান যখন তিন উইকেট নিলো, তখনই ম্যাচ আফগানিস্তানের হাত থেকে বেরিয়ে যায়।”
রমিজ মনে করেন, খুব কম দলই এমন চাপের মুহূর্তে ঠান্ডা মাথা বজায় রাখতে পারে। তার ভাষায়—
“হারলেই বাদ পড়ার সম্ভাবনা, এমন ম্যাচে সাধারণত দল যদি-কিন্তুর মধ্যে পড়ে যায়। কিন্তু বাংলাদেশ একদম উল্টো করেছে। দারুণ পারফরম্যান্স দিয়েছে।”
শেষে বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়ে রমিজ রাজা যোগ করেন,
“খুব কম দলই এভাবে মানসিক শক্তি ধরে রাখতে পারে। বাংলাদেশ সেটা দেখিয়েছে, তাই তাদের অভিনন্দন।”
এই জয়ে বাংলাদেশ এখনো টুর্নামেন্টে টিকে আছে কাগজে-কলমে। সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখায় উচ্ছ্বসিত ভক্তরাও দারুণ খুশি।