ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫ | ৪ আশ্বিন ১৪৩২
Logo
logo

২০২৫-২৬ মৌসুম থেকে ফুটবলে পেনাল্টি ও গোলকিপারদের জন্য আসছে যুগান্তকারী নতুন নিয়ম


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ পিএম

২০২৫-২৬ মৌসুম থেকে ফুটবলে পেনাল্টি ও গোলকিপারদের জন্য আসছে যুগান্তকারী নতুন নিয়ম

ফুটবলে আসছে এক ঝাঁক নতুন নিয়ম। ২০২৫-২৬ মৌসুম থেকে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) খেলার আইন পরিবর্তনের ঘোষণা দিয়েছে। আর এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে পেনাল্টি কিকের নিয়ম।

সবকিছুর শুরু গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগ থেকে। শেষ ষোলোতে অ্যাতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের ম্যাচে ঘটে বড় বিতর্ক। হুলিয়ান আলভারেজ পেনাল্টি নিতে গিয়ে পিছলে পড়ে অনিচ্ছাকৃতভাবে বল দুইবার স্পর্শ করেছিলেন। বল জালে জড়ালেও ভিএআর সেই গোল বাতিল করে দেয়।

কিন্তু নতুন নিয়মে আর এমন হবে না। এখন থেকে এমন ঘটলে গোল বাতিল হবে না, বরং শটটি পুনরায় নেওয়ার সুযোগ পাবেন খেলোয়াড়।

শুধু পেনাল্টিই নয়, গোলকিপারদের বিরুদ্ধেও এসেছে কড়া নিয়ম। কোনো গোলরক্ষক সর্বোচ্চ ৮ সেকেন্ড বল হাতে রাখতে পারবেন। শেষ ৫ সেকেন্ড রেফারি দৃশ্যমানভাবে কাউন্টডাউন দেখাবেন। নিয়ম ভাঙলে প্রতিপক্ষকে কর্নার কিক দেওয়া হবে। সম্প্রতি ক্লাব বিশ্বকাপে মামেলোডি সানডাউন্সের গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস এর শাস্তি পেয়েছেন।

এছাড়া মাঠে শৃঙ্খলা ফেরাতে নতুন শর্ত যুক্ত হয়েছে— নির্দিষ্ট পরিস্থিতিতে কেবল অধিনায়কই রেফারির সঙ্গে কথা বলতে পারবেন। এর মাধ্যমে খেলোয়াড়দের অযথা প্রতিবাদ ও উত্তেজনা কমানোই আইএফএবির লক্ষ্য।

সব মিলিয়ে ফুটবলে এই নতুন নিয়মগুলো খেলার গতি, শৃঙ্খলা আর ন্যায্যতা বাড়াবে বলে আশা করছে সংগঠনটি।