এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ পিএম
এশিয়া কাপে আজ রাতে মাঠে নামছে গ্রুপ ‘বি’-এর শেষ ম্যাচে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এই ম্যাচেই নির্ধারিত হবে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সুপার ফোর ভাগ্য।
শেষ ম্যাচে যদি শ্রীলঙ্কা জিতে, তাহলে বাংলাদেশ তাদের সঙ্গে জায়গা করে নেবে পরের রাউন্ডে। কিন্তু আফগানিস্তান জিতলে সব সমীকরণ উল্টে যাবে—তাহলেই তারা জায়গা করে নেবে সুপার ফোরে। তাই লঙ্কানদের জয়ের দিকেই তাকিয়ে আছে বাংলাদেশ।
ম্যাচের আগেই লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা জানিয়ে দিয়েছেন, তারা জয় ছাড়া কিছু ভাবছেন না। প্রতিটি ম্যাচকে বড় ম্যাচ হিসেবে নিচ্ছেন তিনি। তার ভাষায়, “হ্যাঁ, বাংলাদেশের ভক্তরা আমাদের জয়ের অপেক্ষায় আছে, তবে আমরাও শুধুই জয়ের লক্ষ্য নিয়েই নামছি।”
আফগানিস্তানের মানসম্মত স্পিন আক্রমণ নিয়েও সতর্ক শানাকা। রশিদ খান, নূর আহমেদ ও মোহাম্মদ গাজানফরের মতো বোলারদের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তৈরি লঙ্কানরা। শানাকা বলেন, “আফগানিস্তান একটি খুবই ভালো দল। তাদের হারাতে হলে আমাদের সেরাটা দিতে হবে।”
দুই দলের মধ্যে স্পিন দ্বৈরথ নিয়েও কথা বলেছেন শানাকা। তার মতে, এটি নিছকই এক ধরনের স্পিনারদের লড়াই হবে। তবে লঙ্কানরা প্রস্তুত এবং এর আগে সংযুক্ত আরব আমিরাতে আফগানদের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা তাদের আত্মবিশ্বাসী করছে।
সব মিলিয়ে, আজকের ম্যাচ শুধু শ্রীলঙ্কা-আফগানিস্তানের জন্যই নয়, বরং বাংলাদেশের জন্যও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।